সমালোচনায় হতাশ নইঃ মাশরাফি
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে টানা দুই ম্যাচে পরাজিত হওয়ার পর যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। তবে এই সমালোচনায় তেমন হতাশ হচ্ছেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পেশাদার ক্রিকেটার হিসেবে পারফর্মেন্স না করতে পারলে তিক্ততার সম্মুখীন হতে হবেই, বিশ্বাস তাঁর।
এই বাস্তবতাকে মেনে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার পক্ষপাতী মাশরাফি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি নিজেদের ব্যর্থতার দায়ভার স্বীকার করে নিয়েছেন। একই সাথে পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি বলেছেন,

'না, আমি একেবারেই হতাশ নই। আপনি যখন পেশাদার কেউ হবেন, পারফর্মেন্স করতে পারবেন না, তখন সেটা আপনাকে প্রশ্ন করা হবে এটা খুব সহজ ব্যাপার। সেটা গ্রহণ করে নিতে হবে। আমি সঠিক বলতে পারব না কারা বলছে বা কি। আমি জানি না।'
এর আগের ম্যাচগুলোতে হাত খুলে রান দিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। সেই তুলনায় স্পিনাররা ছিলেন কিছুটা কম খরুচে। আর সেই কারণে স্পিনারদের দিয়ে বেশি বল করানো হয়েছিল বলে জানিয়েছেন মাশরাফি। টাইগার দলপতির ভাষায়,
'আমি আগেও বলেছি প্রথম দুই ম্যাচে আমাদের উইকেটের যে স্বভাব ছিল তাতে বিভিন্ন ম্যাচে ছয়, সাড়ে ছয় বা সাত করেও পেসাররা রান দিয়েছে। সেখানে আমাদের স্পিনাররা ভালো ভূমিকা পালন করছে বলে তাঁদের করতে হচ্ছে। শেষ ম্যাচে আমাকে দশ ওভারের জন্য দরকার ছিল বলে আমি করেছি। হয়তো আট-নয় ওভার পর্যন্ত আমার সবকিছু ঠিকঠাকই চলেছে। তো ওইটাই বললাম খারাপ সময় ভালো সময়ের পার্থক্য।'
উল্লেখ্য আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ব্রিস্টলের মাঠে অনুষ্ঠিত হবে।