তামিমের জন্য ভাগ্যের সহায়তা চান মাশরাফি
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের শুরু থেকেই রানের মধ্যে নেই টাইগার ওপেনার তামিম ইকবাল। এই ওপেনারের ব্যাট হাতে রানে ফিরতে ভাগ্যের সহায়তা চান বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।
তিনি মনে করেন তামিম বড় ইনিংস খেলার জন্য উপায় খুঁজছেন। ভাগ্য সহায় না থাকলে বাকি ছয় ম্যাচে মাত্র ২৩ রানও করতে পারেন দেশ সেরা এই ওপেনার।

'আমি নিশ্চিত যে সে খোঁজার চেষ্টা করছে কিভাবে বড় রান করবে। ভাগ্যে থাকলে সে অবশ্যই রান করবে। ভাগ্যে না থাকলে এটা সম্ভব নয়। বিশ্বকাপে পরবর্তী ছয় ম্যাচে খেলে শুধু ২৩ রানও করতে পারে। যদি ভাগ্যে থাকে, আমরা বদলাতে পারবো না।'
দলের জন্য অবদান রাখতে সবাই চেষ্টা করছেন বলেও জানালেন মাশরাফি। তামিম গত চার বছর ধরেই দলের সেরা ব্যাটসম্যান। শেষ তিন ম্যাচে সেরা ফর্মে না থাকলেও তিনি ড্রেসিংরুমে দলের আইডল বলে উল্লেখ্য করেছেন বাংলাদেশ দলপতি।
'চেষ্টা আমাদের সবাই করছে। তামিম মনে হয় গত চার বছরে আমাদের সেরা ব্যাটসম্যান। শেষ তিন ম্যাচে আমরা তাঁর সেরাটা পাইনি। আমি নিশ্চিত যে এটা তারই সবচেয়ে খারাপ লাগছে। তামিম যদি অনুশীলন না করতো, তাও সে ড্রেসিংরুমের জন্য আইডল।'
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১৬ রান করে আউট হয়েছিলেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ রান করে ফিরেছিলেন তিনি। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ রান করেছিলেন তিনি। ফলে, শ্রীলঙ্কার বিপক্ষে বড় ইনিংস খেলাই লক্ষ্য হবে তামিমের।