অস্ট্রেলিয়ার সমালোচনায় মাইকেল ভন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে ৩৬ রানের পরাজয়ের পর অস্ট্রেলিয়ার ব্যাটিং পারফর্মেন্সের তুমুল সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাঁর দেখা সবচেয়ে অদ্ভুত রান তাড়া ছিল এটি, বলেছেন তিনি।
ভারতের দেয়া ৩৫৩ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়ায় শুরু থেকে ভালো ছন্দে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে'তে বিনা উইকেটে ৪৮ রান তুলে নিয়েছিল দলের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। উদ্বোধনী জুটির ৬১ রান ভিত গড়ে দিয়েছিল অজিদের। স্টিভ স্মিথ এবং ওয়ার্নারের অর্ধশতক অস্ট্রেলিয়ার রান তাড়ার ভিত আরও মজবুত করে।

কিন্তু শেষের দিকে গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারিরা ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হন। শক্ত ভিত পেয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে না পারায় অজিদের ব্যাটিং নিয়ে সমালোচনা করতে দ্বিধা করেননি ইংলিশ সাবেক অধিনায়ক।
ম্যাচ শেষে বেশ কয়েকটি টুইট করেছেন ভন। এর একটিতে তিনি লিখেছেন, '২০১৯ বিশ্বকাপে এটি সবচেয়ে অদ্ভুত রান তাড়া।'
ভারতের বিপক্ষে অজিরা অনেক পুরনো ধরণের খেলা খেলেছে বলেও অভিযোগ করেছেন তিনি। একটি টুইট বার্তায় তিনি লিখেছেন, 'অস্ট্রেলিয়া অনেক পুরনো ধাঁচের খেলা খেলেছে।'
অস্ট্রেলিয়ার সমালোচনা করলেও ভারতের প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে এবারের বিশ্বকাপে ভারতই সেরা দল। ভন লিখেছেন, 'এবারের বিশ্বকাপে অন্যতম সেরা দল ভারত।'
এই হারের পরও পয়েন্ট টেবিলে অজিরা বেশ এগিয়ে। ৩ ম্যাচ খেলে ২ জয়ে চার নম্বরে রয়েছে তারা। শেষ চারে জায়গা করে নিতে আরও অন্তত ৪টি ম্যাচে জিততে হবে অজিদের।