অস্ট্রেলিয়াকে নিয়ে ইতিবাচক পাকিস্তান শিবির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার মত দলকেও হারানো সম্ভব বলে মনে করছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অস্ট্রেলিয়াকে নিয়ে দুশ্চিন্তায় নেই পাকিস্তান শিবির। ফিঞ্চ-ওয়ার্নারদের হারানোর ব্যাপারে ইতিবাচক পাকিস্তান।
বিশ্বকাপের শুরুটা খুব বাজে হলেও ইংল্যান্ডের মত ফর্মের তুঙ্গে থাকা দলকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছিল পাকিস্তান। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পন্ড হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছে ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা।

এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হলেও বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাপারে আশাবাদী হাফিজ। ইংল্যান্ডের বিপক্ষে জয় তাঁদেরকে ফিঞ্চদের বিপক্ষে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামতে সাহায্য করবে বলে জানিয়েছেন এই ক্রিকেটার।
'আমার মতে বিশ্বকাপে যেকোন দলই হারতে পারে, আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান তাহলে তাঁরা উচ্চমানের ক্রিকেট খেলছে এবং সবাই ভেবেছিল তাঁদেরকে হারান অনেক কঠিন হবে। কিন্তু সব দলকেই হারানো সম্ভব।
'আমাদের পরবর্তী ম্যাচ অস্ট্রেলিার বিপক্ষে, দল হিসেবে ভালো ফর্মে আছে তাঁরা কিন্তু তাঁদেরকেও হারানো সম্ভব। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের রেকর্ড বেশী ভালো না। কারণ তাঁরা শক্ত প্রতিপক্ষ কিন্তু প্রত্যেক দিনই নতুন দিন। এটা বিশ্বকাপ, ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আমরা মমেন্টাম ফিরে পেয়েছি।'
ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। যেকারণে তারাও ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে। নিজেদের সেরাটা দিয়েই জয়ের ধারায় ফিরতে চাইবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পাওয়া পাকিস্তান বুধবার অজিদের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।