সাকিবের পাশে দাঁড়াক বাকিরা, মাশরাফির চাওয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজার চাওয়া, অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে তাল মিলিয়ে পারফর্ম করুক দলের বাকি ক্রিকেটাররা। বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে একাই পারফর্ম করে যাচ্ছেন সাকিব।
এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান সাকিব আল হাসান। দুটি ফিফটি এবং একটি শতক হাঁকানো এই ক্রিকেটার ছাড়া দলের বাকি ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা দিতে পারছেন না মোটেও।

অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদরা এখনও মেলে ধরতে পারছেন না নিজেদের। মিডেল অর্ডারে মুশফিক বাদে কেউই দলের জন্য বড় ধরণের অবদান রাখতে পারছেন না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর টানা দুই ম্যাচ হারে এখন চাপে রয়েছে টাইগাররা। তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী মাশরাফি, বাকি ম্যাচগুলো এখন বাঁচা-মরার ম্যাচ বাংলাদেশের জন্য। এই ম্যাচ গুলোতে দলের সকলের কাছে ভালো পারফর্মেন্সটা চাচ্ছেন টাইগার কাপ্তান।
'অসাধারণ খেলছে সাকিব, সত্যি কথা বলতে কি একাই পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য সব পাশ থেকে। আমাদের খুব বেশী গুরুত্বপূর্ণ ম্যাচ আসছে সামনে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলংকা।
'এগুলা আমাদের বাঁচা মরার ম্যাচ। আশা করছি ইন শা আল্লাহ অন্য সবাইকে সাকিবের পাশে দাঁড়াতে হবে। পরের ম্যাচগুলো জিততে পারলে আবার ঠিক হয়ে যাবে আশা করছি', সাকিবকে প্রশংসায় ভাসিয়ে বলেছিলেন মাশরাফি।
বিশ্বকাপে টানা দুই ম্যাচ হেরে এখন ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল। সেই সঙ্গে চাপের মধ্যে রয়েছেন দলের ক্রিকেটাররাও। মঙ্গলবার ঘুরে দাঁড়াতে এবং জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলংকার বিপক্ষে ব্রিস্টলে মাঠে নামবে বাংলাদেশ দল।