উইন্ডিজ একাদশে নেই রাসেল-লুইস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথহ্যাম্পটনে বিশ্বকাপের ১৫তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান দলপতি জেসন হোল্ডার। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুটি করে পরিবর্তন এনেছে দুই দলই।

উইন্ডিজ দলে ফিরেছেন ড্যারেন ব্রাভো এবং কিমার রোচ, একাদশের বাইরে বসেছেন আন্দ্রে রাসেল এবং এভিন লুইস। এছাড়া প্রোটিয়া দলে জায়গা হয়েছে এইডেন মার্করাম এবং বেউরন হেন্রিক্সের।
ওয়েস্ট উইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ড্যারন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, শেলডন কটরেল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ (উইকেটরক্ষক), অ্যাশলি নার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কিমার রোচ, ওশান থমাস।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডঃ ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা ইমরান তাহির, রাসি ফন ডার ডাসেন।