টস ভাগ্য যায় নি ফাফ ডু প্লেসিসের পক্ষে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটনে বিশ্বকাপের ১৫তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান দলপতি জেসন হোল্ডার।
ওয়েস্ট উইন্ডিজ স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ (উইকেটরক্ষক), এভিন লুইস, অ্যাশলি নার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কেমার রোচ, আন্দ্রে রাসেল, ওশান থমাস।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াডঃ ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি দুমিনি, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আরনিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, ইমরান তাহির, রাসি ফন ডার ডাসেন।