স্মিথের কাছে কোহলির ক্ষমা প্রার্থনা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের অধিয়ানয়ক ভিরাট কোহলি। ভারতীয় সমর্থকরা যখন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে স্লেজিং করছিলেন তখন ব্যাটিংয়ে থাকা কোহলি এমনটা করতে বারণ করেছিলেন দর্শকদের। পাশাপাশি স্মিথের কাছে মাঠেই দর্শকদের হয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি।
ওভালে রবিবার ভারতীয় সমর্থকরা স্মিথকে উদ্দেশ্য করে বারবারই ‘চিটার চিটার’ বলে ডাকছিলেন। বিষয়টি মেনে নিতে পারেন নি কোহলি। হার্দিক পান্ডিয়া আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার পর দর্শকের দিকে ইশারা করে স্মিথকে স্লেজ করতে বারণ করেন এই ভারতীয় দলপতি।
এই ঘটনার পর স্মিথ-কোহলির হাত মেলানোর দৃশ্যও দেখা যায়। পরবর্তীতে স্মিথ ব্যাট করতে নামলে ফের ভারতীয় সমর্থকরা একই কান্ড ঘটান, সে সময়ও মিড উইকেটে ফিল্ডিং করা কোহলি হাতের ইশারায় সমর্থকদের চুপ থাকতে বলেন। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে কোহলি বলেন,

‘মাঠে এত ভারতীয় সমর্থক ছিল, আমি চাইনি তাঁরা একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করুক। স্মিথ দুয়ো শোনার মতো কিছুই করেনি। সে শুধু ক্রিকেট খেলছিল। আমি যদি তাঁর জায়গায় থাকতাম আমার খুব খারাপ লাগতো, সে যা করেছে সেটার জন্য তো সে আগেই ক্ষমা চেয়েছিল।
'এরপরও এরকম দুয়ো মানা যায় না। তাই তাঁর জন্য আমারও খারাপ লাগছিল। আমি স্মিথের কাছে ক্ষমা চেয়েছি। আগের ম্যাচেও এরকমটা দেখা গেছে, দর্শকের এমন আচরণ অগ্রহণযোগ্য,' সংবাদ সম্মেলনে বলেছেন কোহলি।
বল টেম্পারিং কান্ডের পর অনেক সময় পার হয়ে গিয়েছে। স্মিথ এবং ওয়ার্নার দুজনি শাস্তি কাটিয়ে ফিরেছেন জাতীয় দলে। কোহলি বিশ্বাস করেন, কোন ক্রিকেটারই খেলার মাঠে এমন পরিস্থিতিতে পড়তে চাইবেন না। কোহলির ভাষ্যমতে।
‘যা হয়েছে সেটার অনেক দিন পেরিয়ে গেছে। স্মিথরা জাতীয় দলে ফিরেছে, ভালো খেলারও চেষ্টা করছে। আইপিএলেও এমনটা দেখেছি।
'আমাদের দুইজনের মাঝে আগে বেশ কিছু দ্বন্দ্বের ঘটনা ঘটেছে, কিন্তু তাঁর মতো ক্রিকেটারের সাথে এমন আচরণ কেউই দেখতে চাইবে না। যা হয়েছে সেটা অতীত’,