হাথুরুসিংহের ম্যাজিক দেখবে কি ক্রিকেট বিশ্ব?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শ্রীলংকা। এই ম্যাচ দিয়ে নিজের পুরনো শিষ্যদের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে লড়াইয়ে মুখোমুখি হবেন হাথুরুসিংহে।
মাঠ এবং মাঠের বাইরে বাংলাদেশ দলকে বেশ ভালোভাবেই চেনেন হাথুরু। তিন বছর টাইগারদের কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই লঙ্কান বাংলাদেশ দলের খেলোয়াড়দের দুর্বলতা এবং শক্তি বেশ ভালোভাবেই জানেন। তাই বাংলাদেশের বিপক্ষে নিজের ম্যাজিক দেখানোর জন্য প্রহর গুনছেন এই লঙ্কান।
২০১৪ সালে দায়িত্ব নেয়া হাথুরু ২০১৭ সালে হুট করেই বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দেন। যোগ দেন শ্রীলংকার প্রধান কোচ হিসেবে। এরপর বেশ কয়েকবার তাঁর দলকে বাংলাদেশের বিপক্ষে খেলতে হয়েছে। জয়-পরাজয় দুটিরই স্বাদ পেয়েছেন লঙ্কান কোচ হিসেবে।
এবার বিশ্বকাপ মঞ্চে নিজের প্রভাব দেখাতে মরিয়া হয়ে আছেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশ দলকে যে শ্রীলংকার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সেটা বেশ ভালো ভাবেই টের পাওয়া যাচ্ছে।

হাথুরু শ্রীলংকা দলের দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ, দুবাইয়ে এশিয়া কাপ এবং নিদাহাস ট্রফিতে টাইগারদের মুখোমুখি হয়েছেন।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ১৬৩ রানে হারলেও দ্বিতীয় দেখায় এবং টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে হারাতে সক্ষম হয়েছিল তাঁর দল। এশিয়া কাপে অবশ্য মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং তামিম ইকবালের বীরত্বের কাছে হেরে গিয়েছিল শ্রীলংকা। ১৩৭ রানের বড় পরাজয়ের মুখে পড়তে হয়েছিল লঙ্কানদের।
নিদাহাস ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদের ম্যাজিকে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। যদিও সেবার ফরম্যাটটি ছিল টি-টুয়েন্টি। এছাড়া ২০১৭ সালে বাংলাদেশের মাটিতে খেলা দুটি টি-টুয়েন্টি জিতেছিল শ্রীলংকা।
এখন পর্যন্ত ২০১৭ সালের পর শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ মোট ওয়ানডে খেলেছে ৪টি যেখানে ২টি করে সমান জয় তুলে নিয়েছে বাংলাদেশ এবং শ্রীলংকা। আর তিনটি টি-টুয়েন্টির দুটিতে জয় পেয়েছে লঙ্কানরা।
গত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল শ্রীলংকা। সেবার অবশ্য বাংলাদেশের কোচ ছিলেন হাথুরুসিংহে। সেই ম্যাচে বাংলাদেশকে পাত্তাই দেয় নি শ্রীলংকা। তিলকরত্নে দিলশান এবং কুমা??? সাঙ্গাকারার সেঞ্চুরিতে বড় জয় পেয়েছিল তারা।
ওয়ানডেতে দুই দলের মধ্যকার লড়াইয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি দখল করে রেখেছেন তিলকরত্নে দিলশান (১৬১)। মুখোমুখি দেখায় সর্বোচ্চ দলীয় স্কোরটিও লঙ্কানদের দখলে। ২০০৮ সালে লাহোরে ৯ উইকেটে ৩৫৭ রান করেছিল শ্রীলংকা।
সর্বনিম্ন স্কোরের মালিক অবশ্য মাশরাফিরা। ২০০২ সালে মাত্র ৭৬ রানে গুঁটিয়ে গিয়েছিল টাইগাররা। আর দুই দলের দেখায় সবচেয়ে বেশী উইকেট নিয়েছেন শ্রীলংকার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তাঁর উইকেট সংখ্যা ৩১টি, দুই নম্বরে ২৬ উইকেট নিয়ে আছেন মাশরাফি বিন মর্তুজা।
পরিসংখ্যানের দিক দিয়ে সব বিভাগেই বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে শ্রীলংকা। হাথুরুসিংহে দায়িত্ব নেয়ার পর দুই দল সমান সমান ম্যাচ জিতেছে। মঙ্গলবার ব্রিস্টলের মাঠে তাই হাথুরুসিংহের দলের বিপক্ষে বড় পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।