promotional_ad

খেলোয়াড়রা আস্থার প্রতিদান দিয়েছেঃ ম্যাকেঞ্জি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি মনে করেন গত ১২ মাসে কোচ ও নির্বাচকদের অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হতে হয়েছে খেলোয়াড় বাঁছাইয়ের ক্ষেত্রে। এই কারণেই খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পেরেছে বলে বিশ্বাস তাঁর।


বিশেষ করে তরুণ খেলোয়ারদের যত্ন নিচ্ছেন জাতীয় দলের কোচরা। এজন্যই তারা সুযোগ পেলে নিজেদের সেরাটা দিতে পারছে বলে মনে করেন ম্যাকেঞ্জি। দলে আসা যাওয়ার মাঝেও তিনি, দারুণ একটি শিক্ষণীয় ব্যাপার দেখছেন।



promotional_ad

'আমি মনে করি (দল) নির্বাচন অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আমাদের তরুণ খেলোয়ারদের যত্ন নিতে হবে এবং যখন তারা সুযোগ পাবে তখন নিজেদের মেলে ধরতে পারবে। এটা শুধু একটি ম্যাচে খেলা এবং বাইরে চলে যাওয়া নয়।'


ব্যাট হাতে টানা ব্যর্থতায় একসময় জাতীয় দল থেকেই বাদ পড়ে গিয়েছিলেন টাইগার ওপেনার লিটন দাস। এশিয়া কাপের আসরে গ্রুপ পর্বে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি তিনি। তবে ফাইনালে ভারতের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।


এরপর যখনই সুযোগ পেয়েছেন নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন তিনি। বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ না খেললেও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফর্মে ছিলেন লিটন। খেলেছেন ৭৬ ও ৭৩ রানের দুটি ইনিংস। ম্যাকেঞ্জির বিশ্বাস লিটন তাদের আস্থার প্রতিদান দিয়েছেন। 



'আমি মনে করি এই পুরো সিস্টেমটাই অনেক ভালো কাজের। লিটন দলে এসেই বাইরে চলে যায়। এশিয়া কাপে তার উত্থান পতন ছিল। আমরা তাকে সাহস যুগিয়েছিলাম। সে অনেক ভালো পারফর্মেন্স করেছিল। সে আবারও ব্যর্থ হয়েছিল এবং দুর্দান্ত একটি শতক পেয়েছিল।'


 


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball