promotional_ad

ঘুরে দাঁড়াতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে সোমবার নিজেদের প্রথম জয় তুলে নিতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। দলটির পেস তারকা কাগিসো রাবাদা জানিয়েছেন এই ম্যাচের আগে পূর্বের সবকিছু দূরে সরিয়ে রাখতে চান তারা। 


টানা তিন ম্যাচে পরাজয়ের পর রাবাদার কাছে গুরুত্ব পাচ্ছে দলের প্রস্তুতি। একই সাথে ক্যারিবিয়ানদের চ্যালেঞ্জ গ্রহণ করতেও প্রস্তুত তিনি এবং তাঁর দল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রোটিয়া এই পেসার বলেছেন,  



promotional_ad

'মাঠে অনেক কিছুই হতে পারে এবং আমরা সবকিছু আমাদের মাথা থেকে সরিয়ে রাখতে চাই। তবে এটি উপভোগ্য এবং রোমাঞ্চকর। এটাই আসলে আপনি চাইবেন। এটি বেশ উপভোগ্য তবে এটি দলের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জেরও বিষয়।' 


এখন পর্যন্ত তিন ম্যাচে চার উইকেট শিকার করেছেন রাবাদা। তবে জোফরা আর্চার, ওশান থমাস কিংবা মিচেল স্টার্কের মতো এখনও প্রতিপক্ষের শিবিরে ধ্বস নামানোর মতো পারফর্ম করেননি তিনি। যদিও রাবাদা বিষয়টিকে দেখছেন ভিন্ন ভাবেই।


তিনি জানিয়েছেন বাকি পেসারদের প্রতি তাঁর বিদ্বেষ কিংবা প্রতিযোগিতা নেই। তাঁর ভাষ্যমতে, 'তারা সবাই অবিশ্বাস্য বোলার। আমি অন্য বোলারদের বোলিংও উপভোগ করি। অন্যরা ভালো করছে এটি দেখা আনন্দের, তবে আমাদের বিপক্ষে নয়।' 



উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি চাপ অনুভব করছেন না রাবাদা। নিজের লক্ষ্য সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তিনি জানিয়ে এই দক্ষিণ আফ্রিকান বলেছেন,  


'আমাদের সকলের আকাঙ্ক্ষা রয়েছে। আমরা কিছু নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে চাই। আমি মনে করি না এটি আমার ওপর কোনও চাপ সৃষ্টি করবে। আমি জানি খেলা থেকে আমি কি অর্জন করতে চাই। আপনি যখন অন্য স্পোর্টসম্যানকে সম্মান করবেন তখন তা আপনাকে অনুপ্রেরণা দিবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball