জাম্পাকে ঘিরে বল টেম্পারিং বিতর্ক!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের তীর উঠেছে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বিরুদ্ধে। টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছে।
ভিডিওতে দেখা গেছে ভারতের বিপক্ষে বল করার এক পর্যায়ে বারবার পকেটে হাত ঢুকাচ্ছেন তিনি। এরপর কিছু একটা দিয়ে বল ঘষছেন। এই প্রসঙ্গে আইসিসি সংশ্লিষ্ট কারোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এক বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিন অজি ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।
নিষেধাজ্ঞা কাটিয়ে ইতিমধ্যে বিশ্বকাপে খেলছেন স্মিথ ও ওয়ার্নার। এবার সন্দেহের তীর গেছে অ্যাডাম জাম্পার দিকে। এখন দেখার বিষয় আইসিসি এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়।
ম্যাচের পুরো ভিডিও বিশ্লেষণ করে দেখা হতে পারে, আসলেই কি বল টেম্পারিং করেছেন জাম্পা? নাকি, এটা নিছকই কাকতালীয় ব্যাপার।