মিঠুনে আস্থা রাখছেন ম্যাকেঞ্জি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে ব্যাট হাতে সফল হতে পারছেন না বাংলাদেশ দলের মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তারপরও মিঠুনের ওপর আস্থা রাখছেন টাইগারদের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি।
গত ৭-৮ মাস ধরে ধারাবাহিক পারফর্মেন্সের কারণে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি, এটা মনে করিয়ে দিয়েছেন এই কোচ। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে তাঁর দুটি অর্ধশতকের কথা উল্লেখ্য করেছেন তিনি।

'গত ৭-৮ মাস ধরে ধরে তাঁরা ভালো অবদান রাখছে। মিঠুন নিউজিল্যান্ডের কন্ডিশনে দুটি অর্ধশতক হাঁকিয়ে চেষ্টা করেছে। আমরা জানি সৌম্য কি করতে পারে।'
বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন সাকিব-মুশফিকরা। তবে সেরা ছন্দে নেই ওপেনার সৌম্য সরকার। তাঁর পারফর্মেন্স নিয়েও চিন্তিত নন ম্যাকেঞ্জি।
তাঁর মতে, সৌম্যর সামর্থ্য সম্পর্কে সবারই জানা আছে। তাছাড়া, দলের ক্রিকেটারদের বিচারের ভার তাদের উপরই ছেড়ে দিয়েছেন বাংলাদেশ দলের এই ব্যাটিং কোচ।
'মুশফিকুর এবং সাকিব দুর্দান্ত খেলেছে। আমি মনে করি ছেলেরা নিজেরাই পরিকল্পনার মাধ্যমে নিজেদের বিচার করতে পারে। তাঁরা কিভাবে খেলতে চায় এই ব্যাপারে কথা বলতে পারে।'