ভিলিয়ার্সকে দলে নেয়া বিরক্তিকর হতোঃ পোলক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অবসর ভেঙে বিশ্বকাপের আসরে খেলতে চেয়েছিলেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। দলটির সাবেক অধিনায়ক শন পোলক মনে করেন ভিলিয়ার্স ফিরলে দলের অন্য ক্রিকেটারিরা বেশ বিরক্ত হতো।
বিশ্বকাপের দল নির্বাচনের একদিন আগে দলের ফেরার ইচ্ছার কথা জানালে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সেই প্রস্তাবে রাজি হয়নি। পোলকও মনে করেন বিশ্বকাপ দল ঘোষণার মাত্র একদিন আগে দলে ফেরার ইচ্ছের কথা জানানো ঠিক হয়নি।

'যদি ডি ভিলিয়র্স দলে ফিরে আসতো, তবে তা দলের জন্য বিরক্তিকর হতো। ভিলিয়র্সের বিশ্বকাপে দলে শামিল হওয়ার ইচ্ছা কিছু সময় আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি শেষ সময়ে জানিয়েছেন, যা সঠিক ছিল না।'
গত বছর আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভিলিয়ার্স। দক্ষিন আফ্রিকা দলের পক্ষ থেকে তাকে অবসর না নেয়ার অনুরোধ করা হয়েছিল। তবে, সেই সময় নিজ সিদ্ধান্তে অটল ছিলেন এই তারকা।
ভিলিয়ার্সের বিশ্বকাপ দলে ফেরার খবর সংবাদমাধ্যমে চাউর হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ভিলিয়ার্সকে বিশ্বকাপ দলে নেয়া হলে তা নীতি বিরোধী হতো।
দেশটির প্রধান নির্বাচক লিন্ডি জেন্ডি বলেছেন, ‘আমাদের ব্যাপারটা পরিষ্কার করা উচিত। যদি তাকে জাতীয় দলে ফিরতে হতো তাহলে শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হতো। কিন্তু সে বাংলাদেশ ও পাকিস্তানে প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছে। সে তখন বলেছিলো অবসরের সিদ্ধান্তে অটল আছে। আমরা যখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবো তখন ডু প্লেসি ও গিবসন জানায় ও খেলতে চায়। এতে আমরা সবাই অবাক হই। সে যখন দল থেকে অবসর নেয় তখন একটা বড় শূণ্যস্থান তৈরি হয়েছিলো। আমরা এক বছর ধরে সে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেছি। ‘