ধাওয়ানের সেঞ্চুরিতে ভারতের রেকর্ড পুঁজি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওভালের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি বিরাট কোহলি। এরপর দলের ব্যাটসম্যানরাও অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে রানের পাহাড় গড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ওপেনার শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে কোনো দলের এটাই সর্বোচ্চ সংগ্রহ। ভারতীয় ওপেনার রোহিত শর্মার সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
তবে প্রথম ২০ ওভারে আরেক ওপেনার শিখর ধাওয়ানই সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন। মাত্র ৫৩ বলে তুলে নিয়েছেন অর্ধশতক। ধাওয়ানের পর ফিফটি পেরিয়েছেন রোহিতও।
শুরুটা দেখেশুনে করলেও সময় বুঝে ঠিকই হাত খুলেছেন দুই ওপেনার। প্রথম দশ ওভারে মাত্র ৪১ রান আসে ভারতের। এরপরই হাত খুলে খেলা শুরুর করেন দুই ওপেনার।

রোহিত ৭০ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। তবে একপ্রান্ত আগলে রেখে ধাওয়ান ১০৯ বলে খেলেছেন ১১৭ রানের ইনিংস। ওপেনিংয়ে রোহিতকে নিয়ে ১২৭ রানের জুটির পর দ্বিতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন ধাওয়ান।
দ্বিতীয় উইকেটে তাদের ব্যাট থেকে এসেছে ৯৩ রান। ধাওয়ানের ফেরার পর ভারতের ইনিংস এগিয়ে নিয়েছেন কোহলি। সেঞ্চুরির আশা জাগিয়ে তিনি ৮২ রান করে আউট হয়েছেন।
অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়ে হার্দিক পান্ডিয়া ফিরেছেন ৪৮ রান করে। শেষ দিকে ধোনি ২৭ রান করে ফিরলেও লোকেশ রাহুল ১১ রানে অপরাজিত থেকে ভারতের বড় সংগ্রহ নিশ্চিত করেছেন।
কেদার যাদভ অপরাজিত ছিলেন কোনো রান না করেই। অস্ট্রেলিয়ার হয়ে ২টি উইকেট নিয়েছেন মার্কুস স্টয়নিস। ১টি করে উইকেট গেছে প্যাট কমিন্স, মিচেল স্টার্ক ও কোল্টার নাইলের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৫২/৫
(রোহিত ৫৭, ধাওয়ান ১১৭, কোহলি ৮২, পান্ডিয়া ৪৮, ধোনি ২৭, রাহুল ১১*, কেদার ০*; কামিন্স ১০-০-৫৫-১, স্টার্ক ১০-০-৭৪-১, কোল্টার-নাইল ১০-১-৬৩-১, ম্যাক্সওয়েল ৭-০-৪৫-০, জ্যাম্পা ৬-০-৫০-০, স্টয়নিস ৭-০-৬২-২)