গেইল-রাসেলদের ইনিংস বড় করার তাগিদ লয়েডের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজ দলের ক্রিকেটারদের ইনিংস বড় করার তাগিদ দিয়েছেন সাবেক ক্যারিবিয়ান তারকা ক্লাইভ লয়েড। তাঁর মতে, এটা টি-টুয়েন্টি ক্রিকেট নয়। এখানে লম্বা ইনিংস খেলার প্রয়োজনীয়তা রয়েছে, ক্রিকেটারদের এটা অনুধাবন করার পরামর্শ দিয়েছেন এই কিংবদন্তী।
লয়েড নিশ্চিত যে উইন্ডিজ দল সেমিফাইনালে কোয়ালিফাই করতে চায়। প্রত্যেক দলেই বিশ্বমানের কিছু বোলার রয়েছে। ফলে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই কিংবদন্তী।

'খেলোয়াড়দের বুঝতে হবে এটা টি-টুয়েন্টি নয়। ব্যাটসম্যানদের ৩০-৪০ রানের ইনিংসগুলোকে বড় করতে হবে এবং তাদের সতর্ক থাকতে হবে প্রত্যেক দলেই বিশ্বমানের কিছু বোলার রয়েছে।'
উইন্ডিজ নিজেদের পরবর্তী দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। সেমিফাইনালে জায়গা করে নিতে, এই দুই দলের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন লয়েড।
'ওয়েস্ট ইন্ডিজের অবশ্যই স্মার্ট ক্রিকেট খেলা শুরু করতে হবে। কারণ দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে তাদের দুটি বড় খেলা আসছে সামনে। সুতরাং তাদের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। আমি নিশ্চিত তাঁরা কোয়ালিফাই করতে চায়।'
নির্দিষ্ট দিনে চতুর ক্রিকেট খেলতে হবে উইন্ডিজকে। সামনের ম্যাচগুলোতে স্বাভাবিক খেলার ধরণ অব্যাহত রেখে এগিয়ে যাওয়াই লক্ষ্য হওয়া উচিত উইন্ডিজের, এমনটাই মনে করেন লয়েড।
'নির্দিষ্ট দিনে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ম মেনে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে এবং তাদের চতুর ক্রিকেট খেলতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের বেশিরভাগ অংশে তাঁরা ভালো করেছে। কিন্তু তাঁরা শুরুতে কোনো উইকেট পায়নি।'