promotional_ad

সুস্থই আছেন রশিদ খান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


নিউজিল্যান্ডের বিপক্ষে মাথায় আঘাত প্রাপ্ত আফগান তারকা স্পিনার রশিদ খান বর্তমানে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন দলটির অধিনায়ক গুলবাদিন নাইব। 


আফগান ইনিংসের ৩৪তম ওভারে ব্যাটিং করার সময় লোকি ফার্গুসনের করা একটি শর্ট বল মাথা নিচু করে এড়াতে চেয়েছিলেন রশিদ। কিন্তু বলটি তাঁর হেলমেটে লেগে স্ট্যাম্পে আঘাত করে। ফলে শূন্য রানে বিদায় নেন তিনি। 



promotional_ad

এরপর আর বোলিংয়ে নামতে দেখা যায়নি রশিদ খানকে। তবে গুরুতর কিছু হয়নি এই স্পিনারের বলে গণমাধ্যমকে জানিয়েছেন আফগান দলপতি নাইব। আগামী ১৫ই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি প্রত্যাশা করে নাইব বলেছেন, 


'সে এখন ভালো বোধ করছে। চিকিৎসকেরা বলেছে তাঁকে মাঠে নাম যেতে, সে এখন ভালো আছে। তাঁকে এখন বিশ্রামে থাকতে হবে। অবশ্যই আমাদের হাতে দুই দিন আছে, সে ভালো আছে। আমি ফিজিওকে জিজ্ঞেস করেছিলাম যে তাঁর বিশ্রামের দরকার আছে কিনা, কিংবা তাঁর মাথা ব্যাথা আছে কিনা। আমাদের পরবর্তী ম্যাচের আগে এক সপ্তাহের বিরতি আছে। এই সময়ের মধ্যে সে হাসপাতালে যাবে এবং তাঁর পরীক্ষা নিরীক্ষা করা হবে।' 
  
তবে এই আঘাতটিকে খুব বেশি বড় করে দেখছেন না নাইব। তাঁর বিশ্বাস আফগানরা যথেষ্ট শক্ত সমর্থ। আফগান দলপতির ভাষায়, 'সে ভালো আছে, আফগান মানুষরা অনেক শক্তিশালী। সুতরাং এটি বেশ ছোট একটি ব্যাপার।' 


এখন পর্যন্ত তিনটি ম্যাচেই পরাজয়ের মুখ দেখেছে আফগানিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি ৬ ম্যাচে জয় পেতে হবে তাদের। বাকি ম্যাচগুলোতে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করে নাইব আফগান দলপতি বলেন,  



'আমাদের আগামী ৬ ম্যাচের জন্য মানসিকতা ঠিক করতে হবে। অন্তত আমরা আমাদের সেরা চেষ্টা করতে পারি দুটি কিংবা তিনটি ম্যাচে জয়ের জন্য। আমাদের সর্বদা ইতিবাচক থাকতে হবে।শেষ ম্যাচের শেষ বলটি পর্যন্ত আমাদের সাহস ধরে রাখতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball