আর্চার এবং উডের চ্যালেঞ্জ উপভোগ করেছেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের দুই পেস বোলার জোফরা আর্চার এবং মার্ক উডের পেসের বিপক্ষে ব্যাটিং উপভোগ করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁদের ১৪০ কিঃমিঃ এর উপর গতিময় বোলিংয়ের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন এই অলরাউন্ডার।
ইংলিশ পেসারদের বিপক্ষে নিয়ন্ত্রিত ব্যাটিং করেই ক্যারিয়ারের অষ্টম এবং বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব। ১২১ রানের ইনিংস খেলার দিন প্রতিপক্ষের গতিময় বোলারদের আত্মবিশ্বাসের সাথেই সামাল দিয়েছেন তিনি।

আর্চার এবং উডকে তামিম এবং সৌম্য উইকেট ছুঁড়ে দিলেও সাকিব সেই ভুল করেন নি। স্ট্রাইক রোটেট করে খেলার পাশাপাশি তাঁদের বিপক্ষে বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি।
'তাঁরা অনেক গতিময়। এটা অনেক কঠিন চ্যালেঞ্জ। আমি এটা উপভোগ করেছি। তাঁরা দুজন বিশ্বকাপের দ্রুততম বোলার। আমি জানতাম এটা কঠিন। আমি যেভাবে খেলেছি এটার জন্য আনন্দিত', বলেছেন সাকিব।
বিশ্বকাপে টানা দুই ম্যাচ ফিফটি হাঁকিয়েছেন সাকিব। এর আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সাথে ফিফটি হাঁকালেও সেটাকে শতকে রূপান্তরিত করতে পারেন নি তিনি।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান এখন তিনি। আর নিজের শেষ ৭ ম্যাচে ৫টি ৫০ সহ ১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।