promotional_ad

শুরুতে বোলিং নেয়ার ব্যাখ্যায় সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে বোলিং নেয়া পুরোপুরি দলগত সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টসে জিতে বোলিং নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপরের চিত্রপট তো জানা সকলেরই।


৬ উইকেটে ৩৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করিয়ে তবেই ক্ষান্ত হয়েছিল ইংলিশরা। আর প্রায় 'অসম্ভব' এই লক্ষ্যে খেলতে নেমে ২৮০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সুতরাং ম্যাচ শেষে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তাই নিয়ে উঠেছে প্রশ্ন। এর জবাবে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা সাকিব বলেছেন, 



promotional_ad

'এটা কারো একার সিদ্ধান্ত না। এটা দলীয় সিদ্ধান্ত। কোনো সময় এটা হয়ে থাকে, কোনো সময় হয় না। আমরা ফলাফলের জন্য হতাশ এবং যেভাবে বোলিং করেছি এটা হতাশাজনক। আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো বোলিং করেছি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে।'


দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে গত দুই ম্যাচে ভালো বোলিং করলেও ইংল্যান্ডের বিপক্ষে বোলাররা ছিল একেবারেই নিস্প্রভ। তবে ইংল্যান্ড ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে ভুল করেননি তিনি।  জস বাটলারের ৪৪ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে সাকিবের ভাষ্য,  


'আমরা আরও ভালো বোলিং করার প্রত্যাশা করেছিলাম। আমরা ভালো বোলিং করলে ব্যাপারটি অন্যরকম হতে পারতো। ইংল্যান্ড দুর্দান্ত খেলেছে। তাদের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হবে। তাদের ওপেনাররা দুর্দান্ত শুরু করেছে। বাটলারের ইনিংসটি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball