আগারকারের বাংলাদেশ একাদশে জায়গা নেই মাশরাফির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বিশ্বকাপে বল হাতে ফর্মে বাংলাদেশের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। টানা তিন ম্যাচে বল হাতে ভালো পারফর্ম না করায় বাংলাদেশের একাদশে তাঁর থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক পেসার অজিত আগারকার।
গেল আয়ারল্যান্ড সিরিজেও বল হাতে বেশ ছন্দে ছিলেন মাশরাফি। কিন্তু হ্যামস্ট্রিংয়ে হালকা চোট থাকার কারণে বিশ্বকাপে পূর্ণ দশ ওভার বোলিং করতে পারছেন না এই কাপ্তান। বল হাতে রানও দিয়েছেন অনেক।

এই বছর এখন পর্যন্ত ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হলেও বিশ্বকাপে অফ ফর্মে থাকার কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। পাশাপাশি বেঞ্চে থাকা রুবেল হোসেনকে বাংলাদেশের একাদশে দেখতে চান আগারকার।
'রুবেলকে তাঁদের একাদশে অন্তর্ভুক্ত করতে হবে, আমি জানি তাঁদের পক্ষে মাশরাফিকে একাদশের বাইরে রাখা সম্ভব না। কিন্তু এই মুহূর্তে তাঁর বোলিং ফর্ম বিবেচনা করলে আমার চোখে একাদশে তাঁর জায়গা হয় না। কিন্তু সে তাঁদের লিডার, দলের তাঁকে প্রয়োজন, কারণ সে অনেক অভিজ্ঞ।
'তাঁরা চাইলে মোসাদ্দেককে একাদশের বাইরে রাখতে পারে, দলে যথেষ্ট স্পিন অপশন রয়েছে। মেহেদি আর সাকিব ভালো করছে, ব্যাটিংয়েও তাঁরা ভালো করে আসছে। এই মুহূর্তে তাঁদের বোলিংটাই দুশ্চিন্তার বিষয়।'
বল হাতে উইকেট শুন্য থাকার পাশাপাশি অধিনায়কত্ব দিতেও বড় কিছু করতে পারছেন না এই কাপ্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর দল জয় পেলেও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে হারে এখন ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ।