বাংলাদেশের সুযোগ শূন্যঃ পিটারসেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে বোলিং করলে বাংলাদেশের জয়ের সুযোগ শূন্যের কোঠায়, মতামত সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেনের। ইংলিশদের বিপক্ষে গত ম্যাচে শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।
এরপর ব্যাটিং করতে নেমে ৬ উইকেটের ৩৮৬ রানের পাহাড়সমান পুঁজি দাঁড়া করায় ইংলিশরা। ১২১ বলে ১৫৩ রানের বিস্ফোরক একটি ইনিংস খেলেন ওপেনার জ্যাসন রয়। এছাড়াও জস বাটলার ৬৪ এবং জনি বেয়ারস্টো ৫১ রান করেন।

পরবর্তীতে খেলতে নেমে ৪৮.৫ ওভারে ২৮০ রানে অলআউট হয়ে যায় মাশরাফির দল। বাংলাদেশের এহেন হাল দেখে চুপ থাকেননি পিটারসেন। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি বার্তায় তিনি লিখেছেন,
'আজ সকালে আমি যে অনুমান করেছিলাম তা ভুল ছিল এবং তার জন্য আমি দুঃখিত। প্রথমে ব্যাটিং করলে বাংলাদেশের সুযোগ শূন্যের কোঠায়! শূন্য, শূন্য, শূন্য। ইংল্যান্ডকে হারাতে হলে, আপনাকে অবশ্যই শুরুতে ব্যাট করতে হবে এবং ৩৪০+ স্কোর করতে হবে।'
Sorry for being so wrong with that prediction this morning.
Bangladesh had ZERO chance by bowling first!
ZERO, ZERO, ZERO!
To beat England, you have to bat first and score 340+.
উল্লেখ্য এখন পর্যন্ত প্রথম তিন ম্যাচের মধ্যে একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টমে অবস্থান করছে মাশরাফির বাংলাদেশ। আগামী ১১ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে তারা। এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চাইবে বাংলাদেশ।