promotional_ad

নিশাম-ফার্গুসনের নৈপুণ্যে কিউইদের হ্যাট্রিক জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


এবারর বিশ্বকাপে দারুণ সূচনা করেছে কেন উইলি??ামসনের নিউজিল্যান্ড। গতকাল আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। এদিন টন্টঅনের দ্যা কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ড মাঠে আফগানদের ৭ উইকেটে হারিয়েছে কিউইরা।


আফগানিস্তানের ছুঁড়ে দেয়া ১৭৩ রানের মামুলি লক্ষ্য ১০৭ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে যায় উইলিয়ামসন বাহিনী। কিউইদের পক্ষে ব্যাট হাতে ৭৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন অধিনায়ক উইলিয়ামসন। আর রস টেইলর করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান। 


আফগানদের হয়ে বল হাতে পেসার আফতাব আলম একাই ৪৫ রানে তুলে নিয়েছেন কিউইদের ৩টি উইকেট। এছাড়া হামিদ হাসান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি এবং রহমত শাহ একেবারেই সুবিধা করতে পারেননি।


এদিন ম্যাচের শুরুতে টসে আফগানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন নিউজিল্যান্ড দলপতি। পরবর্তীতে খেলতে নেমে দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই এবং নুর আলি জাদরান ৬৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। কিন্তু কলিন মুনরোর হাতে জাজাইকে ক্যাচ বানিয়ে আউট করে এই জুটি ভাঙ্গেন জিমি নিশাম।



promotional_ad

এরপরই ছন্দপতন শুরু হয় আফগানদের ব্যাটিং লাইন আপে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। কিউইদের বোলিং তোপে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রানের জুটি গড়েছিলেন মোহাম্মদ নবি এবং হাসমতউল্লাহ শহীদি। বিরুদ্ধ স্রোতে ৫৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন শহীদি। আর ওপেনার জাজাই করেছিলেন ৩৪ রান।


নিউজিল্যান্ডের হয়ে আফগান শিবিরে ধ্বস নামিয়েছিলেন ডান হাতি পেসার জিমি নিশাম। ১০ ওভারে মাত্র ৩১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও আরেক পেসার লোকি ফার্গুসন ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। 


১৭৩ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে অবশ্য শুরুতেই বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই ফিরে গিয়েছিলেন মার্টিন গাপটিল। আফতাবের বলে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর ৪১ রানে কলিন মুনরোর উইকেটটিও তুলে নেন আফতাব। 


তবে রস টেইলর এবং কেন উইলিয়ামসনের ৮৯ রানের জুটিতে বিপদ কাটিয়ে উঠেছিল কিউইরা। ১৩০ রানের মাথায় আফতাবের তৃতীয় শিকার হয়ে ফিরতে হয় টেইলরকে। নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান টম লাথামকে সাথে নিয়ে এরপর দলকে জয়ের বন্দরে নিয়ে যান উইলিয়ামসন। ১৩ রানে অপরাজিত থাকেন লাথাম।  


উল্লেখ্য এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে পরাজিত করে তারা। এবার আফগানিস্তানের বিপক্ষে হ্যাট্রিক জয় তুলে নিল কিউইরা। 



সংক্ষিপ্ত স্কোরঃ 


আফগানিস্তানঃ ১৭২/১০ (শহীদি-৫৯, জাজাই-৩৪; নিশাম-৫/৩১, ফার্গুসন- ৪/৩৭) 


নিউজিল্যান্ডঃ ১৭৩/৩ (উইলিয়ামসন-৭৯*, টেইলর-৪৮; আফতাব-৩/৪৫) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball