রুবেলের অভাব বোধ করছে বাংলাদেশ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের এবারের আসরে গতির ঝড় তুলছেন জফরা আর্চার-মার্ক উডরা। তাদের মতো একজন গতিময় বোলার না থাকায় আক্ষেপ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
যদিও বাংলাদেশ দলের সবচেয়ে গতিময় বোলার রুবেল হোসেন বিশ্বকাপের শুরু থেকেই সাইড বেঞ্চে বসে আছেন। শনিবার কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে রুবেলের অভাব অনেকাংশেই টের পেয়েছে বাংলাদেশ।

সাকিবের কথায় আক্ষেপের কিছুটা আঁচ মিলেছে। তিনি জানিয়েছেন বাংলাদেশ দলে কোনো ১৪০-১৪৫য়ের গতিতে বল করা কোনো বোলার নেই, যারা দারুণ স্লোয়ার আর বাউন্সারে সাইড বাউন্ডারিটা কাজে লাগাতে পারবে।
'আমাদের বোলাররা ১৪০-১৪৫য়ে বোলিং করে না যারা স্লোয়ার বাউন্সার বা বাউন্সার দিয়ে সাইড বাউন্ডারিটা ব্যবহার করতে পারবে। আমাদের যারা বোলারদের তাঁদেরকে ব্যাটসম্যানরা সোজা বেশী মারবে এটাই স্বাভাবিক। আর সোজা বাউন্ডারিটা যেহেতু ছোট আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়।'
৩৮৪ রানের পাহাড় গড়ার পথে ইংল্যান্ডের ইনিংসের মাঝামাঝি ব্যাট হাতে ঝড় তুলে ছিলেন জস বাটলার। তাঁর মতো একজন ব্যাটসম্যান থাকলে কোনো পরিকল্পনাই কাজ করেন না বলে মনে করেন সাকিব।
'দলের প্ল্যান আসলে অন্য একটা থাকেন। কিন্তু আসলে জস বাটলারের মত কেউ ব্যাটিং করে তখন কঠিন হয়ে যায়, এবি বি সি ডি কোন প্ল্যানই কাজে দেয় না। আর মাঠটা দেখলেই বুঝবেন অনেক ছোট।'