অনিশ্চয়তাই সাকিবের জ্বলে ওঠার রসদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপের আসরে তিন নম্বরে ব্যাট করে দারুণ সফল হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে তিনি জানেন এই জায়গায় খারাপ খেললে তাকে আবারও ব্যাটিং অর্ডারে নিচে নেমে যেতে হতে পারে। তবে এটাকে নতুন একটি যাত্রা হিসেবেই আখ্যা দিয়েছে সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের ব্যবধানে হারের ম্যাচে ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব এবং তিন নম্বরে নিজের অবস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সাকিব তাঁর ক্যারিয়ারের বেশিরভাগ সময় ব্যাটিং করেছেন পাঁচ নম্বরে। ১৮ মাস আগে উইন্ডিজের বিপক্ষে তিন নম্বরে উত্তরণ পান এই অলরাউন্ডার। ২০১৪ সালে তিন নম্বরে প্রথমবারের মতো নেমে রানের খাতা খোলার আগেই তিনি আউট হয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে।

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জায়গায় ব্যাটিং করতে নেমে ২৯ রান করেছিলেন তিনি। গত জুলাইয়ে উইন্ডিজের বিপক্ষে সিরিজে তিন নম্বরে নেমে ব্যাট হাতে সফল হলে, এই জায়গায় নিয়মিত হন তিনি। সেবার তিন ম্যাচ সিরিজে দুটিতেই অর্ধশতক হাঁকিয়েছিলেন।
২০১ ম্যাচের মধ্যে এখন পর্যন্ত ১৮ ম্যাচে তিনে ব্যাট করেছেন সাকিব। তাতে ৫১. ৯৩ গড়ে ৮৩১ রান তাঁর। আর পাঁচ নম্বরে নেমে ১২৫ ইনিংসে ৩ হাজার ৮৫২ রান করেছেন তিনি।
এই জায়গায় ৫টি সেঞ্চুরির সাথে সাকিব হাঁকিয়েছেন ৩০টি অর্ধশতক। তিন নম্বরে ব্যাট করার জন্য সাকিবকে অনেক কাঠ খর পোড়াতে হয়েছে। তিনি জানিয়েছেন এখানে ব্যাট করার জন্য সবাইকে বোঝাতে হয়েছে অনেক।
‘সবাইকেই বোঝাতে হয়েছে। হ্যাঁ সবাইকেই। কারণ যদি এক ম্যাচে রান না পাই তাহলে তারা ভাববে তার তো পাঁচেই ব্যাট করা উচিত। অনেক লোককে বুঝিয়ে আমাকে তিনে ব্যাট করতে হয়েছে। এখন এটা বেশ কাজে দিচ্ছে।’
তিন নম্বরে নেমে ব্যাট হাতে দারুণ সাফল্য পাচ্ছেন সাকিব। বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে ২৬০ রান করে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। এই জায়গায় ব্যাট করা উপভোগ করছেন বলেই জানালেন সাকিব।
‘এটা ভিন্ন কিছু তো বটেই (তিনে নামা)। আপনাকে নতুন চ্যালেঞ্জ নিতে হবে এখানে। আমি অবশ্য উপভোগ করছি এই মুহূর্তে। কিন্তু এও বলতে হয়। এটা কেবলই শুরু। আমাকে দলের জন্য ব্যাটে বলে আরও অবদান রাখতে হবে। এই টুর্নামেন্টে আরও ম্যাচ আছে। দেখা যাক। ’