promotional_ad

লক্ষ্যটা সামর্থ্যের বাইরে ছিলঃ সাকিব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন ৩৮৭ রানের লক্ষ্যটা বাংলাদেশের সাধ্যের বাইরে ছিল। এই রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত ১০৬ রানের বড় হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।


লক্ষ্যটা ৩২০-৩৩০ এর মধ্যে হলে, এই রান তাড়া করা সম্ভব ছিল বলেই বিশ্বাস সাকিবের। ফলে এই লক্ষ্য তাড়া করতে নেমে স্বাচ্ছন্দ্য বোধ করতো টাইগাররা। তবে উইকেট ধরে রাখতে হতো বাংলাদেশ দলকে। যেটা শেষ পর্যন্ত করতে পারেনি টাইগাররা।



promotional_ad

'আমি মনে করি ৩২০-৩৩০ এর মধ্যে যেকোনো সংগ্রহ তাড়া করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। ৩০ ওভারের মধ্যে আমাদের ২টি উইকেট পড়ে গিয়েছিল। ১৮০ রান ছিল বোর্ডে। ৩২০-৩৩০ তাড়া করতে হলে আপনাকে উইকেট রাখতে হতো হাতে। ৩৮০ আমাদের সামর্থ্যের বাইরে ছিল।'


মুশফিক-সাকিবের জুটিতে অনেকটা জয়ের পথেই ছিল বাংলাদেশ। শেষ ২০ ওভারে বাংলাদেশের দরকার ছিল দুইশর মতো রান। টি-টুয়েন্টি খেললে এই রান তাড়া করা সম্ভব ছিল বলেই মনে করেন সাকিব।


তবে কাজটা বেশ কষ্টসাধ্য ছিল। ৩০ ওভারের আগেই মুশফিক ৪৪ রান করে ফিরলে সেই লক্ষ্য পূরণ হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত টার্গেটের কাছাকাছি যাওয়া। তবে ২৮০ রানে অল আউট হলে সেই লক্ষ্যও পূরণ হয়নি।



'আমরা প্রায় ৩০ ওভার খেলেই ফেলেছিলাম। শেষ ২০ ওভারে দুইশর মতো রান দরকার ছিল। টি-টোয়েন্টিতে ভালো খেললে মাঝেমধ্যে সেই রান করে ফেলা যায়। এমন নয় যে এই রান তাড়ার বিশ্বাস কখনও ছিল না। তবে পাশাপাশি এটাও বলতে হবে যে আমরা জানতাম, আমরা স্রোতের বিপরীতে সাঁতার কাটছি। শুরু থেকেই আমাদের কাজটা কঠিন ছিল। একটা পর্যায়ে আমরা ভেবেছিলাম যে অন্তত কাছাকাছি যেতে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball