সাকিবে মুগ্ধ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের এবারের আসরে ৩ নম্বরে ব্যাট করে দারুণ ভাবে সফল হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ শেষে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।
বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ২৬০ রান করে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন সাকিব। ব্যাটিংয়ের সাথে সাকিবের বোলিংটাও চমৎকার হচ্ছে বলে মনে করেন মাশরাফি।

'আমাদের হয়ে সাকিব ৩ নম্বরে দারুণ ব্যাট করছে। তাঁর বোলিংও চমৎকার ছিল।'
নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলেও এখানেই থমকে যেতে চাননা বাংলাদেশ দলপতি। পরবর্তী ম্যাচগুলোতেই ঘুরে দাঁড়াতে চায় মাশরাফি মর্তুজার দল।
বাকি ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন এই অধিনায়ক। এখনও হাতে আছে ছয়টি ম্যাচ। ফলে নিজেদের প্রমাণ করার জন্য আরও সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
'এখনও ছয়টি ম্যাচ বাকি আছে এবং আশা করছি ম্যাচগুলোতে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। সামনের ম্যাচগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'