সাকিব একজন ক্লাস ব্যাটসম্যানঃ হার্শা ভোগলে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলা সাকিব আল হাসানকে ক্লাস ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করেছেন ভারতের ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। নিজের টুইটারের পাতায় বাঁহাতি এই অলরাউন্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
সাকিবের সেঞ্চুরির দিন ১০৬ রানের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। তারপরও দলের ব্যর্থতার দিন দিনটি নিজের করে নিয়েছেন এই অলরাউন্ডার। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন হার্শা।

এই নিয়ে কার্ডিফের মাঠে টানা দ্বিতীয় শতকের দেখে পেলেন সাকিব। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলে দলের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে বড় জয় উপহার দিয়েছিলেন এই অলরাউন্ডার। হার্শা লিখেছেন,
'আমি মুগ্ধ আমার অন্যতম প্রিয় খেলোয়াড়কে এভাবে ব্যাট করতে দেখে, সে একজন ক্লাস'
আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন সাকিব। এর আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সাথে ফিফটি হাঁকালেও সেটাকে শতকে রূপান্তরিত করতে পারেন নি তিনি।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান এখন তিনি। আর নিজের শেষ ৭ ম্যাচে ৫টি ৫০ সহ ১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।