রয়কে আউট করা কঠিনঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের দেয়া ৩৮৭ রানের জবাবে বাংলাদেশ দল ১০৬ রানের জবাবে হেরেছে। ১৫৩ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে রানের পাহাড় গড়তে সহায়তা করেছেন জেসন রয়। টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা মনে করেন এই ইংলিশ তারকা একবার সেট হয়ে গেলে তাকে আউট করা বেশ কঠিন।


রানের পাহাড় গড়ার পেছনে ইংলিশ ব্যাটসম্যানদেরই কৃতিত্ব দিয়েছেন মাশরাফি। তাঁর মতে রয়কে শুরুতে ফিরিয়ে দিতে পারলেই ম্যাচে ফিরতে পারতো বাংলাদেশ দল।


promotional_ad

'৩৮৬ অনেক বেশি রান। তাদের ব্যাটসম্যানদের এই ক্রেডিট দিতে হবে। সে (জেসন রয়) একবার সেট হয়ে গেলে তাকে আউট করা কঠিন। আমরা জানতাম আমাদের রয়কে আউট করতে হবে। তাহলেই কেবল আমরা ম্যাচে ফিরতে পারতাম।'


কার্ডিফে এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মাশরাফি। ম্যাচ শেষে এই সিদ্ধান্তের পেছনে যুক্তি দেখিয়েছেন টাইগার দলপতি। 


মূলত পিচ দেড় দিন কভারের নিচে থাকায় আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টানা বৃষ্টির কারণে প্রায় দেড় দিন কার্ডিফের উইকেট ঢাকা ছিল।


'পিচ প্রায় দেড় দিন কভারের নিচে ছিল। তাই এটা সহজ সিদ্ধান্ত ছিল আগে বোলিং নেয়া। কোনো কোনো সময় ভাগ্যেরও সহায়তা লাগে উইকেট নেয়ার জন্য। রানটা ৩৩০ হলে তাড়া করারা অন্য রকম হতে পারতো। কিন্তু আমি বলবো রানটা অনেক বেশি ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball