promotional_ad

সেঞ্চুরিয়ান সাকিবের প্রশংসায় টম মুডি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শত রানের ইনিংস খেলেও পরাজিত দলের সদস্য হিসেবে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। তাঁর ১২১ রানের দিনে ইংল্যান্ডের কাছে ১০৬ রানে হেরে বিশ্বকাপে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে মাশরাফি বাহিনী। দারুণ এই ইনিংস খেলার জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডির প্রশংসাও কুড়িয়েছেন এই অলরাউন্ডার।


ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশ দল নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন। দলের বাকি ক্রিকেটারদের ব্যর্থতার দিনে বল হাতে ভালো পারফর্ম করার পর সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন তিনি।



promotional_ad

এই নিয়ে কার্ডিফের মাঠে টানা দ্বিতীয় শতক হাঁকালেন সাকিব। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলে দলের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে বড় জয় উপহার দিয়েছিলেন এই অলরাউন্ডার।


'ভালো খেলেছো সাকিব, কোয়ালিটি ইনিংস' নিজের টুইটের পাতায় টম মুডি লিখেছেন।


আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন সাকিব। এর আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সাথে ফিফটি হাঁকালেও সেটাকে শতকে রূপান্তরিত করতে পারেন নি তিনি।



এই বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান এখন তিনি। আর নিজের শেষ ৭ ম্যাচে ৫টি ৫০ সহ ১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 


আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ হিসেবে দায়িত্বরত আছেন টম মুডি। ২০১৮ সাল থেকে হায়দ্রাবাদেই মুডির অধীনে আইপিএল খেলছেন সাকিব। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball