promotional_ad

সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে সাকিব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
 
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আজ বিশ্বকাপের ম্যাচে খেলতে নেমে দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সাথে ১২১ রানের ইনিংসটির সুবাদে এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।  


কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আজ খেলতে নেমে ১২টি চার এবং ১টি ছয়ের সাহায্যে এই ইনিংস খেলেন সাকিব। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি ৩ ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডারের সংগ্রহ ৮৬.৬৬ গড়ে ২৬০ রান এবং স্ট্রাইক রেট ৯৫.৯৪। 


এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৫ রান করার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে ৬৪ রান করেছিলেন সাকিব। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ড ওপেনার জ্যাসন রয়। 



promotional_ad

বাংলাদেশের বিপক্ষে আজ ১২১ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলার মাধ্যমে শীর্ষেই ছিলেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রয়কে ছাড়িয়ে গিয়েছেন সাকিব। ৩ ম্যাচে ইংলিশ এই ব্যাটসম্যানের সংগ্রহ ২১৫ রান। তাঁর ব্যাটিং গড় ৭১.৬৬ এবং স্ট্রাইক রেট ১১৮.৭৮।


এরপর তৃতীয় এবং চতুর্থ স্থানও দখলে রেখেছেন দুই ইংলিশ ব্যাটসম্যান। ৬১.৬৬ গড়ে ৩ ম্যাচে ১৮৫ রান নিয়ে তৃতীয়তে আছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১৩৬.০২। 


অপরদিকে ৩ ম্যাচে ১৭৯ রান নিয়ে চতুর্থতে অবস্থান জো রুটের। ৫৯.৬৬ গড় ও ৯৩.২২ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৩ ম্যাচে ১ হাফসেঞ্চুরির সুবাদে ৪৭.০০ গড় ও ৮৫.৪৫ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ১৪১ রান। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball