রয়ের ফিফটি, ইংল্যান্ডের একশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ইয়ন মরগানের দলের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে মাঠে নেমেছে মাশরাফি বাহিনী। ম্যাচটিতে টসে জিতে ইংলিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।
রয়-বেয়ারস্টোর জুটিঃ

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছে ইংলিশরা। দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং জেসন রয়ের ব্যাটে ভালোই এগুচ্ছে তাঁরা। জেসন রয়ে খানিকটা হাত খুলে খেলেই স্কোরবোর্ডে রান যোগ করছেন।
রয়ের ফিফটি, ইংল্যান্ডের একশঃ
বাংলাদেশের বোলারদের বিপক্ষে শুরু থেকেই চড়াও হয়ে খেলে ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন ওপেনার জেসন রয়। তাঁর এবং বেয়ারস্টোর ব্যাটে ১৫ ওভারে কোন উইকেট না হার??য়ে ১০০ রানের পুঁজি পেয়েছে ইংলিশরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড ১০১/০ (১৫ ওভার)