অবশেষে টস জিতলেন মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ইয়ন মরগানের দলের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ একাদশ: (সম্ভাব্য)
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন/লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।