চাপমুক্ত থাকবে আন্ডারডগ বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে যথেষ্ট চাপের মুখে থাকবে স্বাগতিক ইংল্যান্ড, বিশ্বাস জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক জয় ভট্টাচার্যের। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে অনুষ্ঠিতব্য এই ম্যাচে বাংলাদেশকে আন্ডারডগ হিসেবে দেখছেন তিনি।
অপরদিকে কন্ডিশন বিবেচনায় ইংলিশদের ফেভারিটের কাতারে রাখছেন এই ক্রিকেট বিশ্লেষক। ফলে আজ বাংলাদেশ নয়, বরং চাপের মুখে থাকবে ইয়ন মরগানের দল বলে মনে করছেন তিনি। এই ম্যাচ নিয়ে জয় ভট্টাচার্য বলেছেন,

'আমি মনে করি বাংলাদেশ নিজেদের আন্ডারডগ ভেবে একটি সুযোগ নিতে পারে। তারা মনে করতে পারে যে এটি আমাদের কন্ডিশন নয়। এই কারণে তারা যথেষ্ট চাপমুক্ত হয়ে খেলবে ইংল্যান্ডের থেকে। তবে ইংল্যান্ড এই ম্যাচটিতে চাপে থাকবে'
ইংল্যান্ড এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু ভাববে না বলেও বিশ্বাস করেন জয় ভট্টাচার্য। তাঁর ভাষ্যমতে, 'ইংল্যান্ড অবশ্যই জয়ের জন্য খেলবে, তারা ভাবতে পারে যে এই কন্ডিশনে আমরাই ফেভারিট এবং আমাদের জিততেই হবে।'
উল্লেখ্য আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল। দুই দলই নিজেদের সেরাটা দিয়ে খেলার প্রচেষ্টায় থাকবে আজ।