বাংলাদেশ নয়, কার্ডিফে জিতবে ইংল্যান্ডঃ আকাশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে ইংলিশদেরকেই জয়ী দল হিসেবে দেখছেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডই শেষ হাসি হাসবে বলে ধারণা তাঁর।
কার্ডিফে শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ইংলিশ বধের মিশনে নামবে টাইগাররা। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে টানা তৃতীয়বারের মত ইংল্যান্ডকে হারানোর সুযোগ রয়েছে মাশরাফিদের সামনে।

এই সুযোগ লুফে নিতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ দলও। ২০১১ এবং ২০১৫ সালের বিশ্বকাপে ইংলিশদের হারানোর অভিজ্ঞতা বাংলাদেশকে অনুপ্রেরণা দিলেও নতুন এই ইংল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।
'কার্ডিফে যখন বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড মাঠে নামবে তখন তাঁদের মাথায় ২০১৫ বিশ্বকাপের অভিজ্ঞতা অবশ্যই ঘুরপাক খেতে থাকবে। সেবার অ্যাডিলেডে ইংলিশদের হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ।
'সেই ক্ষত এখনও তাজা রয়েছে মরগানদের। তাই আজকের ম্যাচটা ইংলিশদের কাছে অন্যরকম ভাবে গুরুত্বপূর্ণ। আমি চাচ্ছি বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ুক কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডই শেষ হাসি হাসবে আমার কাছে মনে হচ্ছে।'
এবারের বিশ্বকাপে এই নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালেও নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল টাইগাররা।