promotional_ad

আতঙ্কিত মরগান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে স্বস্তিতে নেই ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ইয়ন মরগান। মাশরাফিদের নিজেদের জন্য বড় হুমকি হিসেবে মনে করছেন তিনি। উত্তরোত্তর উন্নতি করা বাংলাদেশের বিপক্ষে আজ কঠিন পরীক্ষাই দিতে হবে তাদের, বিশ্বাস তাঁর। যেকারণে আতঙ্কে আছেন এই ইংলিশ দলপতি। 


তবে এই পরীক্ষা মোকাবেলা করার জন্য সদা প্রস্তুত আছে দল বলে জানিয়েছেন মরগান। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ইংলিশ দলপতি বলেছেন, 'ওরা একটা হুমকি। তবে আশা করি, আমরা ভালো খেলতে পারব আর ওদের হারাতে পারব।'


এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবথেকে শক্তির জায়গা হলো ব্যাটিং। গত দুই ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে যথেষ্ট। আর বোলিংয়ের ক্ষেত্রে সাকিব, মিরাজদের মতো স্পিনাররা ছাড়াও পেসার হিসেবে থাকছেন মুস্তাফিজ, মাশরাফি, সাইফুদ্দিনরা। 



promotional_ad

সুতরাং সবমিলিয়ে বাংলাদেশকে একটি ভালো দল হিসেবে গণ্য করছেন মরগান। তাঁর ভাষ্যমতে, 'ওদের সবচেয়ে শক্তির জায়গাগুলো আমাদের জন্য হুমকি। ওরা ব্যাটিংয়ে ভালো। ওদের টপ অর্ডার বেশ শক্তিশালী। ওদের ভালো স্পিনার আর ভালো পেসার আছে। তাই ওরা ভালো একটি দল।'


বাংলাদেশকে কখনোই খাটো করে দেখার পক্ষপাতী নন ইংলিশ অধিনায়ক। তাঁর বিশ্বাস অভিজ্ঞতার বিচারে অনেকটাই এগিয়ে আছেন মাশরাফিরা। সেই কারণে ম্যাচটি যথেষ্ট  প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করেন তিনি। বাংলাদেশকে সমীহ করে মরগানের বক্তব্য, 


'এটা একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। ওরা ভালো একটি দল। আমার মনে হয়, মানুষ ওদের খাটো করে দেখে। অবশ্যই আমরা তা করি না। ওরা এমন একটা দল যারা প্রচুর ক্রিকেট খেলে। বিশেষ করে ওদের সিনিয়র ক্রিকেটাররা অনেক ক্রিকেট খেলেছে, এমনকি আমাদের সিনিয়র ক্রিকেটারদের চেয়েও বেশি।'


বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন মরগান। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে এই ব্যাপারে অবশ্য তেমন মন্তব্য করতে চাননি তিনি। তবে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দল হিসেবে আখ্যা দিয়েছেন এই ইংলিশম্যান, 



'ওরা বিশ্বকাপ জিততে পারবে কি না? বিশেষ করে টুর্নামেন্টের শুরুর এই পর্যায়ে বলাটা কঠিন। ওরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলেছে। নিউ জিল্যান্ডকে চাপে ফেলেছে। ওরা দারুণ সম্ভাবনাময় একটি দল', বলেছেন মরগান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball