ইংল্যান্ডের বিপক্ষে পরিবর্তন আসছে বাংলাদেশ দলে?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে বড় কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ইয়ন মরগানের দলের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে মাঠে নামবে মাশরাফি বাহিনী।
ওপেনিং জুটিতে দুই ম্যাচেই তামিম ইকবাল এবং সৌম্য সরকারের ব্যাটে ভালো সূচনা পেয়েছে বাংলাদেশ। যদিও দলকে ১০০ রানের বেশী উদ্বোধনী জুটি এনে দিতে ব্যর্থ হয়েছেন তাঁরা। তাই এই ম্যাচে শুরুর দিকে দায়িত্বটা এই দুজনকেই নিতে হবে।
দারুণ ফর্মে থাকা সাকিব আল হাসান খেলবেন তিন নম্বরে, আগের দুই ম্যাচে দুটি ফিফটি হাঁকানো এই অলরাউন্ডার আজকে সেঞ্চুরির লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। নিজের প্রিয় পজিশন চার নম্বরে থাকবেন মুশফিক।

একাদশে একমাত্র পরিবর্তন এলে লিটন কুমার দাসকে দেখা যেতে পারে পাঁচ নম্বরে মোহাম্মদ মিঠুনের জায়গায়। আগের দুই ম্যাচে ভালো শুরু পেয়েও সেটাকে বড় স্কোরে পরিণত করতে না পারায় কপাল পুড়তে পারে তাঁর। সেই সঙ্গে উইকেটের পেছনে দায়িত্ব বদলাতে লিটনকে একাদশে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন ছয় নম্বরে, সাত নম্বরে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং মেহেদি হাসান মিরাজ থাকছেন ৮ এবং ৯ নম্বরে।
পেস বোলিং বিভাগে নেতৃত্ব দিবেন অধিনায়ক মাশরাফি, তাঁর সঙ্গী হিসেবে থাকবেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় পেসার হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুদ্দিন।
বাংলাদেশ একাদশ: (সম্ভাব্য)
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন/লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।