ইংল্যান্ডের বিপক্ষে আন্ডারডগ হতে দ্বিধা নেই মাশরাফির
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে আন্ডারডগ হিসেবে মাঠে নামতে দ্বিধা বোধ করছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি মনে করেন ইতিমধ্যেই তাঁরা নিজেদের দক্ষতা দেখিয়েছে বিশ্বকে।
তবে, এই ম্যাচে কোনো ভাবেই নিজেদের ছোটো দল মনে করে মাঠে নামছে না বাংলাদেশ দল। তিনি বিশ্বাস করেন ভালো ক্রিকেট খেলতে বাংলাদেশ তাদের হারিয়ে দেয়ার সামর্থ্য রাখে।

'এমনটা ভাবা অস্বাভাবিক কিছু না। এর মানে এই না যে আমরা আমাদের ছোট মনে করে মাঠে নামব। আমরা জানি আমাদের সবকিছু ঠিকমত করতে পারলে আমরা এই ম্যাচ জিততে পারি। যদিও হয়তো আমরা টুর্নামেন্টের সেরা দলের সঙ্গে খেলতে নামছি। তবে আমরাও ভাবছি না যে আমরা খুব ছোট দল বা ভালো ক্রিকেট খেললে ওদের আমরা হারাতে পারব না।'
বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচই খেলেছে এই কন্ডিশনের সঙ্গে সবচেয়ে পরিচিত তিনটি দলের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জিতেছিল বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই জমিয়ে মাত্র ২ উইকেটে হেরে গিয়েছিল মাশরাফির দল। টাইগার দলপতি জানিয়েছেন সেমিফাইনালে যেতে, প্রতিটি ম্যাচই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।
'বিশ্বকাপের মত মঞ্চে জয় ছড়া বিকল্প ভাবার সুযোগ নেই। আমাদের সেমিফাইনাল যেতে হলে প্রতিটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে, শেষ ম্যাচটা জিততে পারলে আমরা অনেকদূর এগিয়ে যেতে পারতাম। শুরুতে যেটা বলেছি, আমরা প্রথমে তিনটা ম্যাচ খেলছি এই কন্ডিশনের সাথে ভালো খেলে এমন তিনটা দলের সঙ্গে। তো কাজটাও কঠিন।'