ধোনি ইস্যুতে বিসিসিআইকে আইসিসির না

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির কিপিং গ্লাভসে একটি বিশেষ চিহ্ন নিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট দুনিয়ায়। এই চিহ্নে আপত্তি জানিয়েছিল আইসিসিও। জবাবে ধোনির পক্ষ নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিসিআই। তবে, বিসিসিআইয়ের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আইসিসি।
সম্প্রতি এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে কোনো ভাবেই গ্লাভসে এই 'বলিদান' চিহ্ন নিয়ে খেলতে নামা যাবে না। বিশ্বকাপে এই গ্লাভস পরে খেলার কোনো অনুমতি নেই।

আইসিসির নিয়ম বলছে, আন্তর্জাতিক টুর্নামেন্টে আইসিসির উপকরণ, পরিধানের আইন অনুযায়ী সেখানে এমন কোনো বার্তা থাকবে না যা রাজনীতি, ধর্ম ও জাতিগত বার্তা বহন করছে।
উল্লেখ্য, সাউদাম্পটনে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে দেখা যায় ধোনির গ্লাভসের উপরে ছুরির একটি চিহ্ন, যা ভারতের আর্মির চিহ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সাবেক ভারতীয় অধিনায়ক যখন অ্যান্ডিল ফেহলুকায়োকে স্ট্যাম্পিং করেন, তখন টিভি ক্যামেরায় ধরা পরে তা। গ্লাভসে এই ধরণের চিহ্ন লাগানোর নিয়ম নেই উল্লেখ করে এক বিবৃতিতে আইসিসির জেনারেল ম্যানেজার ক্ল্যারি ফুরলং জানান,
'আইসিসির নীতি অনুযায়ী রাজনৈতিক, ধর্মীয়, বর্ণবৈষম্য বা এই জাতীয় কোনো কিছুর চিহ্ন সম্বলিত পোশাক পরিধান করে আন্তর্জাতিক ম্যাচে খেলা যাবে না।'