কার্ডিফে ছড়ি ঘুরাবে স্পিনাররাঃ মাশরাফি
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কার্ডিফে শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচে স্পিনাররাই ছড়ি ঘুরাবেন বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই মাঠে তাঁর খেলার অভিজ্ঞতা তাই বলছে।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্পিনাররা বড় ভূমিকা রেখেছিলেন। এমনকি ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ভালো করেছেন স্পিনাররা। আর এটাই আশা যোগাচ্ছে টাইগার অধিনায়ককে।

'২০১৭ সালে আমরা যখন এখানে খেলেছিলাম, আমাদের স্পিনাররা একটা বড় ভূমিকা পালন করেছিল। বিশেষ করে ৪০ ওভারের পরে এসে। এই উইকেটে আমরা যখন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলেছিলাম তখনও স্পিনাররা ভালো ভূমিকা রেখেছে।'
ইংল্যান্ড প্রায় প্রতিটি ম্যাচেই রানের পাহাড় গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে। তাঁরা খেলোয়াড়দের আক্রমণাত্মক খেলার জন্য যথেষ্ঠ স্বাধীনতা দেয় বলে বিশ্বাস মাশরাফির।
তাই বাংলাদেশের বিপক্ষেও তাঁরা এই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে, এটাই স্বাভাবিক। তাদের পরিকল্পনা সফল করতে না দিয়ে, তাদের উইকেট ফেলে দিতে পারলে ইংলিশদের চাপে ফেলা সম্ভব হবে বলে বিশ্বাস বাংলাদেশ দলপতির।
'ইংল্যান্ডের লক্ষ্যই থাকে এখন বড় রান করবে। ওরা ওদের ব্যাটসম্যানদেরও এভাবেই খেলতে স্বাধীনতা দেয়। এটার ইতিবাচক, নেতিবাচক দুটো দিকই আছে। ওরা যদি সফল হয় তবে অনেক ক্ষতি হতে পারে। ওরা যদি স্ফল না হতে পারে, আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, ওদের উইকেট পড়ে গেলে আমরা চাপ তৈরি করতে পারবো। এর দুইটা দিকই আছে। আমরা শেষ দুটি ম্যাচে যে রকম পারফর্মেন্স করেছি, এই ম্যাচেও এটা ফিরিয়ে আনতে হবে। চেষ্টা করবো ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামার।'