সমালোচনায় মুষড়ে পড়েননি মুশফিকঃ মাশরাফি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রান আউট মিস এবং উইকেটের পেছনে ক্যাচ হাতছাড়া করেছিলেন মুশফিকুর রহীম। ফলে ব্যপক সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন মুশফিক ঠিক আছেন।


সেই ম্যাচের হতাশায় এখনও ডুবে নেই বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মাশরাফির মতে, যারা খেলে তাঁরা ভুল করলে তাদের সমালোচনা হবে। এটা স্বাভাবিক ভাবেই দেখছেন তিনি।


promotional_ad

'আমার কাছে মনে হয় পুরোপুরি ঠিক আছে। স্বাভাবিক না থাকার কোনো কারণ নেই। যারা কাজ করে (খেলে) তাদের তো সমালোচনা হবে। সমালোচনা করা খুবই সহজ।'


নিজের পারফর্মেন্সের উদাহরণ টেনে মাশরাফি জানিয়েছেন, দলের অনেক ক্রিকেটারই এখনো নিজেদের সেরাটা দিতে পারেননি। ফলে, শুধু মুশফিককে সমালোচনার পাত্র করতে নারাজ টাইগার অধিনায়ক।


'শুধু মুশফিক না। আমিও আমার সেরাটা করতে পারিনি। আরো সবাই যারা আছে, তারাও নিজেদের সেরাটা করতে পারেনি। খেলোয়াড়দের ক্ষেত্রে এটা হয়ই। এটা স্বাভাবিক ব্যাপার। মুশফিকও ভালো আছে। দলের অবস্থাও সেরকম না।'


শনিবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে মুশফিক সহ দলের অন্য ক্রিকেটাররা সেরাটা দেবেন বলেই বিশ্বাস বাংলাদেশ দলপতির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball