পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ পরিত্যক্ত

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ১১তম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এদিন ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড ক্রিকেট স্টেডিয়ামে ভারী বর্ষণের কারণে টস ছাড়াই ম্যাচ বাতিলের ঘোষণা দেন আম্পায়াররা।
এর ফলে দুই দলই ১টি করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। বর্তমানে তিন ম্যাচের মধ্যে একটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়তে অবস্থান করছে দিমুথ করুনারত্নের শ্রীলঙ্কা।
অপরদিকে সমান সংখ্যক ম্যাচে সমান জয় পেলেও রান রেটে পিছিয়ে থাকায় চতুর্থতে অবস্থান সরফরাজ আহমেদের পাকিস্তানের। এখন পর্যন্ত লঙ্কানদের নেট রান রেট -১.৫১৭, যেখানে পাকিস্তানের রান রেট -২.৪১২।

এর আগে নিজেদের শেষ ম্যাচে দুই দলই পেয়েছিল জয়ের দেখা। আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল লঙ্কানরা। আর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানের কষ্টার্জিত জয় পেয়েছিল পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা স্কোয়াড:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, আভিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।