তিনে তিন হবে বাংলাদেশের?

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের এবারের আসরের ১২তম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।
শেষ দুই বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে হেরেছে ইংল্যান্ড। ২০১১ সালে দেশের মাটিতে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের গত আসরে এই ইংল্যান্ডকে হারিয়েই প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলে মাশরাফির দল।
এবার টানা তিন ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্যে খেলতে নামবে টাইগাররা। ফেভারিটের তকমা নিয়েই বিশ্বকাপে খেলতে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড। এই বিশ্ব আসরেও ব্যাটে বলে দারুণ ফর্মে আছে ইংলিশরা। নিজেদের প্রথম ম্যাচে তাঁরা দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়েছে।
দ্বিতীয় ম্যাচে তাঁরা পাকিস্তানের বিপক্ষে ১৪ রানের ব্যবধানে হেরেছে। এবার বাংলাদেশের বিপক্ষে তাঁরা জয়ের ধারায় ফিরতে চাইবে। বিশ্বকাপ শুরুর আগেও দারুণ ফর্মে ছিল তাঁরা।
গত বছরের জানুয়ারি থেকে ৩৪টি ওয়ানডে ম্যাচ খেলে ২৪টিতে জয় পায় ইংল্যান্ড। বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০তে জয় পায় তাঁরা।

যদিও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এদিকে, বাংলাদেশ দলও দারুণ ফর্মে আছে। গত বছরের জানুয়ারি থেকে বিশ্বকাপের আগ পর্যন্ত ২৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল।
এর মধ্যে ১৬টিতে জয় পায় টাইগাররা। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছিল টাইগাররা।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে লড়াই করেও ফিল্ডিং দুর্বলতার কারণে পরাজিত হয় টাইগাররা। শনিবার কার্ডিফে দুটি দলই পরাজয়ের বৃত্ত থেকে বের হতে চাইবে।
এর আগে মোট ২০টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এর মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে ইংলিশরা। আর মাত্র ৪টি ম্যাচে জিতেছে বাংলাদেশ।
নজর থাকবে যাদের উপরঃ
সাকিব আল হাসান (বাংলাদেশ): বিশ্বকাপ শুরুর আগেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের আসরেও উজ্জ্বল পারফর্মেন্স দেখিয়েছেন তিনি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ১টি উইকেট ও দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪ রান করেছেন তিনি। এরপর বল হাতে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন। ফলে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর দিকে নজর থাকবে সবার।
জো রুট (ইংল্যান্ড): পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ১০৭ রানের ইনিংস খেলেছেন জো রুট। এই ইনিংসের মাধ্যমে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ৫১ রানের ইনিংস খেলেছিলেন এই তারকা। সেদিন প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরি না করতে পারার আক্ষেপ ঘুচিয়েছেন পাকিস্তানের বিপক্ষে এই বিশ্ব আসরের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে। বাংলাদেশের বিপক্ষেও এই তারকা হয়ে উঠতে পারেন ইংল্যান্ডের তুরুপের তাস।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।