শাস্তির কবলে অ্যাডাম জাম্পা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম উইন্ডিজের মধ্যকার ম্যাচে অশ্লীল বাক্য ব্যবহারের কারণে শাস্তির মুখে পড়েছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা।
তাঁকে একটি ডিমেরিট পয়েন্ট প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘটনাটি ঘটেছিল উইন্ডিজ ইনিংসের ২৯তম ওভারে। সে সময় বোলিংয়ে এসে কটূক্তি করেন জাম্পা যা মাঠে দায়িত্বরত আম্পায়ারের কানে যায়। এরপর তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
এছাড়াও অনফিল্ড আম্পায়ার মরিস ইরাসমাস, ক্রিস গাফানি, তৃতীয় আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে এবং চতুর্থ আম্পায়ার সুরন্দম রবি ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করেছেন।
এর ফলশ্রুতিতে আইসিসির কোড অফ কন্ড্যাক্টের ২.৩ ধারায় জাম্পাকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচে অশ্লীল শব্দের ব্যবহারের সাথে এই ধারাটি সম্পৃক্ত।
এদিকে এরই মধ্যে নিজের দোষ স্বীকার করে নেয়ায় জাম্পার বিরুদ্ধে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।