সাড়ে পাঁচশর দ্বারপ্রান্তে সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে পাঁচশ উইকেটের দ্বারপ্রান্তে অবস্থান করছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত বাংলাদেশেে সেরা এই অলরাউন্ডার তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ৩৩৭টি ম্যাচ। যেখানে ৩.৮৪ ইকোনমি রেট এবং ২৮.৮৮ গড়ে ৫৪৫ উইকেট শিকার করেছেন।
সুতরাং ধারণা করা যাচ্ছে এবারের বিশ্বকাপ আসরেই নতুন মাইলফলকে পা রাখবেন সাকিব। সাকিবের পর বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।

২৯৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মাশরাফি শিকার করেছেন ৩৮৪টি উইকেট। তাঁর বোলিং ইকোনমি রেট ৪.৪৯ এবং গড় ৩৪.২১। এরপর তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিক।
২০০টি আন্তর্জাতিক ম্যাচে রাজ্জাকের শিকার ২৭৯টি উইকেট। ৩০.৭৩ গড় এবং ৪.৩৯ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। সাবেক স্পিন তারকা রফিক অবসরের আগে খেলেছেন ১৫৭টি আন্তর্জাতিক ম্যাচ। তাঁর ৩.৪৬ ইকোনমি রেট এবং ৩৯.৫৯ গড়ে ২২০টি উইকেট নিয়েছেন তিনি।
শীর্ষ উইকেট শিকারির তালিকার পঞ্চমে আছেন পেস তারকা রুবেল হোসেন। ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসার ১৮৪টি উইকেট পেয়েছেন এখন পর্যন্ত। তাঁর বোলিং ইকোনমি রেট ৫.০৭ এবং গড় ৪১.২৫।