promotional_ad

কুল্টারনাইল-স্টার্কের নৈপুণ্যে অস্ট্রেলিয়ার দ্বিতীয় জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ রানের জয় তুলে নিয়েছে অ্যারন ফিঞ্চের দল। নাথান কুল্টার নাইলের ৯২ এবং মিচেল স্টার্কের ৫ উইকেটের দিনে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। 


এদিন টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার। সেই সুবাদে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয় নি অস্ট্রেলিয়ার। ক্যারিবিয়ান পেসারদের বাউন্স এবং পেসের সামনে তোপের মুখে পড়ে অজি ব্যাটসম্যানরা।


ইনিংসের ৪ ওভারের মধ্যে ২৬ রান যোগ করতেই দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নারকে হারিয়ে বসে অস্ট্রেলিয়া। দুই উইকেট হারানো অজিদের আরও বিপদে ফেলেন উসমান খাওয়াজা এবং গ্লেন ম্যাক্সওয়েল।


৩৮ রানের মধ্যে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসলেও দলের পক্ষে হাল ধরে খেলতে থাকেন স্টিভ স্মিথ। স্মিথ রানের চাকা সচল রাখলেও স্টয়নিস ফেরেন ১৯ রানে। ৫ উইকেট হারিয়ে বসা অজিদের উদ্ধার করেন স্মিথ এবং উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।



promotional_ad

দুজন মিলে ৬৮ রানের জুটি গড়লেও ৪৫ রানে ফেরেন ক্যারি। স্মিথের সঙ্গে ক্রিজে তখন যোগ দিয়ে অস্ট্রেলিয়ার ভাগ্য বদলের চেষ্টায় খেলতে থাকেন নাথান কুল্টারনাইল। এই জুটিতে ১০২ রান যোগ করে অস্ট্রেলিয়া। 


স্মিথ ৭৩ করে ফিরলেও ঝড়ো ব্যাটিং করে উইন্ডিজ বোলারদের পরিকল্পনা ওলট পালট করে দেন কুল্টার নাইল। ৪৯তম ওভারে সেঞ্চুরির কাছে গিয়ে ফিরতে হয় তাঁকে। ৬০ বলে ৮ চার এবং ৪ ছক্কার সাহায্যে ৯২ রান করেন তিনি।


শেষ পর্যন্ত ১ ওভার বাকি থাকতে অস্ট্রেলিয়া অল আউট হয় ২৮৮ রানে। কার্লোস ব্রাথওয়েট ৬৭ রান দিয়ে নেন ৩ উইকেট। জয়ের জন্য ২৮৯ রানের লক্ষ্য পায় জেসন হোল্ডারের দল।


সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই এভিন লুইসকে হারিয়ে বসেন তাঁরা। খানিকপর লেগ বিফরের ফাঁদে পড়ে বিদায় নেন গেইল। শাই হোপ এবং নিকোলাস পুরান মিলে যোগ করেন ৬৮ রান।


৪০ রান করে পুরান ফিরলেও হেটমায়ারের সঙ্গে জুটি গড়ে উইন্ডিজদের জয়ের পথে নিয়ে যেতে থাকেন শাই হোপ। ২১ রানে হেটমায়ার রান আউট হয়ে ফিরলে মিচেল স্টার্কের তোপে ম্যাচের নিয়ন্ত্রন হারিয়ে বসে উইন্ডিজরা।



হোপ ৬৮ এবং হোল্ডার ৫১ করে ফিরলে নিচের দিকের ব্যাটসম্যানরা দলের পখে বেশী সুবিধা করতে পারেন নি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৩ রান তুলতে সক্ষম হয় জেসন হোল্ডারের দল। মিচেল স্টার্ক ৪৬ রান দিয়ে নেন ৫ উইকেট।


সংক্ষিপ্ত স্কোরঃ


অস্ট্রেলিয়াঃ ২৮৮ অল আউট (৪৯ ওভার) (কুল্টার নাইল ৯২) (ব্রাথওয়েট ৩/৬৭) 


ওয়েস্ট ইন্ডিজঃ ২৭৩/৯ (৫০ ওভার) (হোপ ৬৮) (স্টার্ক ৫/৪৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball