promotional_ad

মুশফিকের ভুলের জন্য হ্যালসলই দায়ী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইকেটরক্ষক মুশফিকুর রহিমের একটি বড় ভুলের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় মাশুল গুনতে হয়েছে বাংলাদেশ দলকে। যেকারণে বর্তমানে মাঠ এবং মাঠের বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এই উইকেটরক্ষক।


এই ঘটনার ২৪ঘন্টা পার না হতেই আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অ্যানালিসিস্ট এবং উইকেটরক্ষক নাসিম আহমেদ নাসু। তাঁর মতে, সাবেক ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল মুশফিককে এসব দীক্ষা দিয়েছেন।


নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন নাসু। সেখানে তিনি উইকেটের সামনে থেকে বল ধরার টেকনিক নিয়ে একবার্তায় হ্যালসেলের কথা তুলে ধরেছেন তিনি। নাসু লিখেছেন,



promotional_ad

'এই কারণেই আমার উইকেটের সামনে থেকে বল ধরার টেকনিকটি পছন্দ নয়। কিন্তু সাবেক ফিল্ডিং কোচ কোনদিনই বিষয়টিতে সম্মমতি জানান নি।'


যদিও নাসু কারও নাম উল্লেখ করেন নি। কিন্তু তিনি দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ছিলেন রিচার্ড হ্যালসল। এতে ধরেই নেয়া যাচ্ছে নাসু কার দিকে ইশারা করছেন।  


নিউজিল্যান্ডের ইনিংসের ১২তম ওভার চলাকালীন তামিম ইকবালের করা থ্রো সরাসরি স্ট্যাম্পে এসে আঘাত হানছিল। কিন্তু সে সময় উইকেটের সামনে থেকে বল ধরতে গিয়ে স্ট্যাম্প ভেঙ্গে দেন মুশফিক। যেকারণে জীবন পেয়ে বসেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। 


উইকেটের পেছনে মুশফিকের এমন ভুল এবারই প্রথম নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবার এমন কান্ড ঘটিয়েছেন তিনি। ২০১৭ সালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার স্ট্যাম্পিং মিস করেছিলেন তিনি। 



এশিয়া কাপে শিখর ধাওয়ানের দুই বার ক্যাচ ছেড়েছেন এক ওভারে। পাশাপাশি আরও অনেক সময় ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় ভুল করে বসেছেন এই উইকেটরক্ষক। সব মিলিয়ে নিউজিল্যান্ডের ম্যাচের পর সমালোচনার মুখে পড়েছেন মুশফিক। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball