বাংলাদেশের কাছে হেরে যাওয়া দুশ্চিন্তারঃ ক্যালিস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হার মেনে নিতে পারছেন না কিংবদন্তী প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ২১ রানের এই হার ভাবিয়ে তুলেছে ক্যালিসকে।
নিজের লিখা এক ক্রিকেট বিশ্লেষণী কলামে এমনটা লিখেছেন নিজের সময়ের সেরা অলরাউন্ডার ক্যালিস। কলামের এক পর্যায়ে এই দক্ষিণ আফ্রিকান লিখেন,

'আমি অবাক হতাম না তাঁরা যদি ইংল্যান্ড কিংবা ভারতের কাছে হেরে যেত। কেননা ভারত অথবা ইংল্যান্ড- এগুলো বিশ্বসেরা দল। দুশ্চিন্তার বিষয় হচ্ছে তাঁরা বাংলাদেশের কাছেও হেরেছে।'
বিশ্বকাপে দুঃসময় যাচ্ছে দক্ষিণ আফ্রিকার। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারার পর বাংলাদেশের কাছেও হেরেছে তাঁরা। এরপর ভারতের কাছেও হেরেছে বাজেভাবে। আসন্ন ম্যাচগুলোতে দলের প্রত্যেকের কাছেই ভালো পারফর্মেন্স চান ক্যালিস।
'ফাফ ডু প্লেসিসের সামনে এখন বিশাল মুহূর্ত। তবে সবকিছু অধিনায়কের ঘাড়ে চাপিয়ে দেওয়া সমীচীন নয়। আয়নার সামনে সবাইকে দাঁড়াতে হবে। একে অপরকে দোষ দিয়ে লাভ নেই।
'তাঁরা উইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে খেলবে। তাঁরা কেমন প্রতিভাবান এটা তাঁদের সেখানে প্রমাণ করতে হবে।'