ব্যাট হাতে নাইলের বিশ্ব রেকর্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৯২ রানের ইনিংস খ??লেছেন নাথান কোল্টার নাইল। আর তাতেই রেকর্ডের পাতায় নিজের নাম লিখিয়েছেন তিনি। বিশ্বকাপের আসরে ৮ নম্বরে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তারই দখলে।
আর কোনো ব্যাটসম্যানই ৮ নম্বরে নেমে এর চেয়ে বেশি রান করতে পারেননি। ওয়ানডে ক্রিকেটে ৮ নম্বরে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডে নাইল আছেন দুই নম্বরে।

তিনি মাত্র ৩ রানের জন্য ভাঙতে পারেননি ক্রিস ওকসের রেকর্ড। ইংলিশ তারকা ক্রিস ওকস ৮ নম্বরে নেমে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। তা ওয়ানডে ফরম্যাটে ৮ নম্বরে নেমে যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান।
এই রেকর্ডে নাম লেখাতে না পারলেও নিজ দল অস্ট্রেলিয়াকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন নাইল। মাত্র ৩৮ রানে অস্ট্রেলিয়া তাদের শীর্ষ ৪ ব্যাটসম্যানকে হারিয়েছিল।
সেখান থেকে অস্ট্রেলিয়ার রান এগিয়ে নিচ্ছিনেল স্মিথ। এরপর সপ্তম উইকেটে স্মিথকে নিয়ে ১০২ রান যোগ করেন নাথান কোল্টার নাইল। মূলত এই জুটিতেই বড় সংগ্রহ নিশ্চিত হয় অজিদের।
স্মিথ ৭৩ রান করে থমাসের শিকার হলে এই জুটি ভাঙে। কোল্টার নাইল সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরেছেন ৯২ রান করে ব্র্যাথওয়েটের বলে হোল্ডারকে ক্যাচ দিয়ে।
তাঁর ইনিংসটি ৪টি ছয় ও ৮টি চারে সাজানো ছিল। ৬০ বলের এই ঝড়ো ইনিংসের ৬০ ভাগ রানই এসেছে বাউন্ডারি থেকে। যা এক কথায় অবিশ্বাস্য।