ব্যাটিং ধসের পরও অস্ট্রেলিয়ার বড় পুঁজি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করে স্টিভ স্মিথ ও নাথান কোল্টার নাইলের জোড়া অর্ধশতকে ৪৯ ওভারে ২৮৮ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি অজিদের। ৮ ওভারের মধ্যে ৩৮ রান না তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলটাই ওয়াইড করেছিলেন ওশান থমাস।
সেই বল শাই হোপের শরীর ছাড়িয়ে বাউন্ডারি হয়ে যায়। ফলে কোনো বল হওয়ার আগেই ৫ রান যোগ হয় অজিদের। এর পরের ওভারেই দুর্দান্ত ভাবে ফিরেছেন থমাস।
দারুণ এক আউট সুইঙ্গারে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৬) শাই হোপের ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি। পরের ওভারে ওয়ার্নারও (৩) আউট হয়েছেন কটরেলের বলে শিমরন হ্যাটমিয়ারকে ক্যাচ দিয়ে।

বেশিক্ষণ টিকতে পারেননি উসমান খাজাও। আন্দ্রে রাসেলের করা অনেক বাইরের একটি বল স্লাইস করেছিলেন খাজা (১৩), সেই বল স্লিপে ঝাপিয়ে পড়ে ক্যাচ নিয়েছেন হোপ।
চতুর্থ উইকেটে নামা ম্যাক্সওয়েল কোনো রান না করেই কটরেলকে হুক করতে গিয়ে হোপের তৃতীয় ক্যাচ হয়ে আউট হয়েছেন। এরপর অস্ট্রেলিয়ার ইনিংস মেরামতে মনোযোগ দেন স্টিভ স্মিথ ও মার্কাস স্টইনিস।
এই দুজনে ৪১ রান যোগ করেছেন। স্টইনিস আউট হয়েছেন ১৯ রান করে হোল্ডারের বলে পুরানের হাতে ক্যাচ দিয়ে। এরপর অ্যালেক্স ক্যারিকে নিয়ে আরেকটি জুটি গড়েন স্মিথ।
ষষ্ঠ উইকেটে এই দুজনে যোগ করেছেন ৬৮ রান। ক্যারি ৪৫ রান করে রাসেলের দ্বিতীয় শিকার হয়েছেন। সপ্তম উইকেটে স্মিথকে নিয়ে ১০২ রান যোগ করেন নাথান কোল্টার নাইল। স্মিথ ৭৩ রান করে থমাসের শিকার হলে এই জুটি ভাঙে।
কোল্টার নাইল সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরেছেন ৯২ রান করে ব্র্যাথওয়েটের বলে হোল্ডারকে ক্যাচ দিয়ে। এরপর আর কেউ বড় জুটি গড়তে না পারলে ৪৯ ওভারে অস্ট্রেলিয়া অল আউট হয় ২৮৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২৮৮/১০
(ওয়ার্নার ৩, ফিঞ্চ ৬, খাওয়াজা ১৩, স্মিথ ৭৩, ম্যাক্সওয়েল ০, স্টয়নিস ১৯, কেয়ারি ৪৫, কোল্টার-নাইল ৯২, কামিন্স ২, স্টার্ক ৮, জ্যাম্পা ০*; টমাস ১০-০-৬৩-২, কটরেল ৯-০-৫৬-২, রাসেল ৮-০-৪১-২, ব্র্যাথওয়েট ১০-০-৬৭-৩, হোল্ডার ৭-২-২৮-১, নার্স ৫-০-৩১-০)