promotional_ad

মনে হচ্ছিল মিরপুরে খেলছিঃ মোসাদ্দেক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

 || ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বিশ্বকাপের ম্যাচে ওভালে বাংলাদেশের গত দুই ম্যাচেই সমর্থকদের ঢল দেখা গেছে। টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন তাঁর মনে হচ্ছিল যেন মিরপুরেই খেলছেন।


ওভালে বুধবারের ম্যাচে কিউইদের বিপক্ষে ২ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তবে, এই ম্যাচে সমর্থকরা শেষ পর্যন্ত সমর্থন যুগিয়ে গেছেন। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই মাঠে খেলেছিল বাংলাদেশ। তাই সমর্থকদের ঢেউয়ে অবাক হননি মোসাদ্দেক।



promotional_ad

'এটা অসাধারণ ছিল। যখন টস হলো, মনে হচ্ছিল এটা ওভাল নয়, আমরা মিরপুরে খেলতে নামছি । চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখানে খেলেছিলাম। তখনও মানুষ আমাদের এরকমই সমর্থন করেছেন। কাজেই চমকে যাইনি। কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে।’


অবাক না হলেও সমর্থকদের এই সমর্থনকে বিশেষ ভাবে মূল্যায়ন করছেন এই অলরাউন্ডার, 'আমরা অবাক হয়ে যাইনি কারণ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলাম, তাই আমরা জানতাম কি হতে পারে। তারপরও এটা অবিশ্বাস্য ছিল।'


নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ২৪৪ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। মোসাদ্দেক মনে করেন ১০-২০ রান বেশি হলেই ম্যাচের ফলাফল ভিন্ন হতো। দক্ষিণ আফ্রিকার ম্যাচের তুলনায় এই ম্যাচের উইকেট কিছুটা ভিন্ন ছিল বলে ধারণা তাঁর।



'যদি ১০-২০ টা রান বেশি হতো, ম্যাচের ফলাফল ভিন্ন হতো। আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলেছিলাম উইকেটও দারুণ ছিল এবং এই ম্যাচের উইকেট একই রুম ছিল না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball